কুয়াশার আগল ঠেলে ভোরের জবা আর করবীর উঠোনে খেলে যাচ্ছে গোপনে উদাসী হাওয়া !
বুঝি বা নিভৃতে " হেমন্ত " এসে গেছে !
পরিশ্রান্ত শহরের ইট কাঠ পাথরে তার বিবর্ণ জলছাপ !
জীবন ও আনন্দ খুঁজতে আমি রাস্তায় বের হয়ে পড়ি !
দেখি - শহরের প্রান্তদেশে অলকানন্দা ছুঁয়ে আছে মৃত বালিভূমি
আর
রাস্তা জুড়ে সাদা খই আর অগণন রহস্য গল্পের শব্দভুক মৌমাছি !