আর মাত্র একটা বছর , ঝরে যাবে উন্মেষ -
আর মাত্র একটা বছর অমলিন নিরুদ্দেশ।
এক এক করে গায়ে গা ঘেঁষে পাতার সেটে চুমুক,
ধোঁয়া ধোঁয়া সব ঐশ্বর্য আর বিরতির প্রতিমুখ।
পদার্থবিদ্যার নির্যাতন রসায়নে জমাটবদ্ধ পাওনা ,
ট্রিগোনোমেট্রি অবরুদ্ধ চোখে জীবতাত্ত্বিক মানা।
ট্রেনের হুইসেল , পেরিয়ে দু ' চাকার মেঠো পথ;
নির্বাধে পড়াতে ফাঁকির অবতারণায় জমা সম্মুহ বিপদ।
অ্যাস্টলজি চলবে তখন যন্ত্রাকারে দুর্বিষহ ব্রেনে,
থাকবে কি জানি পিরিতির ডাক নশ্বর এ জীবনে।
এই যে সময় বয়ে যাচ্ছে , যাচ্ছে ফিরে প্রবঞ্চিত প্রহর ;
আর মাত্র একটি বছর দর্শনে মাটির খেলাঘর।
ধীরে ধীরে নেমে আসবে বর্ষার জল দালানের প্রতি স্তম্ভে ,
হয়ে যাবে সব ব্যাথিত কাব্য সে সনাতন প্রবাদে।
থাকবে না ওই উন্মাদ পাগলাটে জীব বিদ্যার ফলক ,
থাকবে না সেই নির্ভুলতায় ট্রিট চাওয়া দুটো চোখ।
আর হবে না প্রত্যাবর্তন সান বাধানো ঘাটে ,
পড়বে না সেই পায়ের চিহ্ন যখন ছিন্ন বাটে।
হয়তো মেঘের গরজে গলে যাবে এই তেতলার কারুকার্য ,
থাকবে না সেই কণ্ঠে ' কবি ' ; আর রইবে না মাধুর্য্য।
শুধু মাত্র একটা বছর , ঝরে যাবে উন্মেষ --
থাকবে না কোনো অগোছালো ঝাঁপ হবেই কণ্ঠাবেশ।