১.
আজ একটা কদম ফুল দিও,
বাদল দিনে বৃষ্টিফুলের শুভেচ্ছা নিও|
৩.
বৃষ্টির গান ধরিয়ে দিলো নেশা,
ঠোঁট থেকে খুঁটে খায় পাখি পোষমানা ভালোবাসা|
৩.
বৃষ্টি হয়ে তুমি ঝরে পড়ো অনাবাদী শস্য ক্ষেতে,
এবার মৃত্তিকা উপঢৌকন দেবে সবুজ গালিচা|
৪.
মেঘের গায়ে জ্বলছে আলো
আজ আকাশের বিয়ে,
মেঘেরা সব হাজির হলো বজ্র-বৃষ্টি নিয়ে|
৫.
মেঘ ছুঁয়েছে মেঘের বাড়ি
বৃষ্টি সুরে ছড়াছড়ি|
-নাজমা নাজু
হালিচা:
নাজমা নাজু