মাথা খারাপ হওয়া মানুষ গুলোর আরো মাথা খারাপ হয়।
মানুষ গুলো বালিকা বিন্যাশ হারিয়ে ফেলে
রাত এবং ঘোর...
মাত্র দুটি শব্দের বিনিময়ে।
স্যাটেলাইট খুলে কিছু প্রেমিক
ক্যামোফ্লেজে বসে থাকে নর্তকীর
ত্রিমাত্রিক রক্ত আর আলোর আমিষের
ইতিহাস বানাতে।
রাত হলেই মাথা খারাপ হওয়া মানুষ
গুলো ঘর ছাড়ে।
রাতের নেশা বড় নেশা।
বালিকা বিন্যাসেও মন ভোলে না।
-নাদিয়া জান্নাত