জলপাই গাছ পুড়ে গেছে ।। নুর আলম সিদ্দিক



মানুষ শুনতে পায় আগামী দিনগুলোর অন্ধকারের সুর!

তবে কি জাগবে না রূপালী চাঁদের মতো পূর্ণিমা? 

ফুটবে না ফুল আর পৃথিবীর বুকে?

সিরিয়া, ইয়েমেন, ফিলিস্তিন, আরাকান,

কিংবা মনিপুর, কাশ্মীর, জুম্মু, ইউক্রেন। 

এখানে কারা বাঁচে?

 কারা করে রক্তের স্বাদ আস্বাদন?  

কেন পৃথিবীর মুখে হাসি নেই? 

কেন তার মুখ বিষন্ন মেদুর? 

আর কতদিন ঘোরে রবে আমাবস্যার? 

কেন মানবপ্রেম করে না মানুষের মাঝে সঞ্চার? 


কেন শিশু মরে মধ্যপ্রাচ্যে প্রতিদিন?  

কেন মানুষ হয়ে যায় মানুষের ঋণ?  


যে শিশু কেঁদে ফেলে শুনে একটু উঁচু স্বর,

তার বুকে চলে আজ বোমাবাজ, 

কানে ভাসে ধ্বংসে পড়া দালানের আওয়াজ... 

কী বিভৎস!  হায়! সভ্য মানুষের এও কী কাজ! 


মুনরোর নীতি এখন শুধুই পাতায়...

শকুনের চোখ এখন রমরমা ব্যবসায়...

দৃষ্টি  ফেলে পৃথিবীর পরিসীমায়... 


জলপাই গাছ পুড়ে গেছে অগ্নিঘাতে...

পাতা নেই আর...

পুড়ে গেছে,আর সাথে পুরে গেছে মানুষ,

পতাকা,

মাটি।

পোড়া অন্তরে, ভগ্নহৃদয়ে ধ্বসে যাওয়া 

পৃথিবীর করুণ পথে হাঁটি।

Post a Comment

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post

আপনিও লেখুন বর্ণপ্রপাতে

ছড়া-কবিতা, গল্প, প্রবন্ধ ( শিল্প, সাহিত্য, সংস্কৃতি, লোকসাহিত্য, সংগীত, চলচ্চিত্র, দর্শন, ইতিহাস-ঐতিহ্য, সমাজ, বিজ্ঞান বিষয়ক আলোচনা ও প্রবন্ধ), উপন্যাস, ভ্রমণকাহিনী, গ্রন্থ ও সাহিত্য পত্রিকার আলোচনা ও সমালোচনা, চিঠি, সাহিত্যের খবর, ফটোগ্রাফি, চিত্রকলা, ভিডিও ইত্যাদি পাঠাতে পারবেন। ইমেইল bornopropat@gmail.com বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। ধন্যবাদ।