মোহমুগ্ধ আকাশের বিনম্র চিবুকের একটু নীচেই নীলাম্বরী মেঘ,
খুনসুটি সারাদিন নিরলস।
সত্যাশ্রয়ী ঘোষনার আনন্দে আলুথালু
কাশকন্যারা হেসে খায় লুটোপুটি।
আবহ সুখের অবিরাম রোমন্থন
স্রোতস্বিনীকে ভালোবেসে
গতিময় করে রেখেছিল
অদ্ভুত উল্লাসে।
চিরায়ত সরোবরে বিভোর শতদলের
পাশ দিয়ে উড়ে যায় মধুপের আদলে
অবিরাম চিন্তন,
নিপুণ বেহাগ আজন্মকাল।
