নীল পরির সাদা আয়নার ভেতর শরত আসে
মেঘের মরা দেহ খুলে এঁকে নিচ্ছে শিশির শিশির কল্পনা
যা বৃষ্টির শেষবিন্দুটি রেখে গেছে
দেয়াল ওজনশূন্য হওয়ায় ক্ষুধা এড়িয়ে গেছে অন্ধকারপ্রিয় জানালা
সূর্যস্তের পৃথিবীময় আধোছায়া
স্বপ্ন ভঙ্গের আওয়াজ বিচূর্ণ রঙের ডানা মেলে
অন্তরালে পালকের শহর
আগুন গুছিয়ে নিচ্ছে মিথের তেজস্ক্রিয়া
বিরহ শরীর খোদাই করে চলছে ঘড়ির ক্লাসঘর
অনুভূতিতে হেলান দেওয়া বর্ষার বিগত মেঘ খুলে দিচ্ছে সাদা সাদা রোদের দৃশ্যপট
আকাশ ভাঙা টুকরো দিয়ে গাঁথা হচ্ছে হৃদয়
আর পুতুল দেবী হয়ে উঠছে
আমরা শিউলি তলার জোছনা কুড়িয়ে পূজো সাজাই।
