Homeছড়া-কবিতা শরৎ ।। হামীম রায়হান September 11, 2020 0 বর্ষার শেষে,রাণীর বেশে,শরতের আগমণ,হালকা বেগে,পুঞ্জ মেঘে,কাটে অলস ক্ষণ।নৌকা ভাসে,সাদা কাশে,মনটা দিশেহারা,আমনের মাঠ,খুশির হাট,স্বপ্ন বুনে পাড়া।শিউলির তল,শিশিরের জল,মিশে একাকার,শরতের রাতে,গল্পের সাথে, জমে রূপকথার।সূচিতে ফিরতে ক্লিক করুন হালিচা: ছড়া-কবিতা হামীম রায়হান Facebook Twitter