আমি শ্রাবণ মেঘ
যাবার বেলায়
বলে যেতে চাই,
যা কখনও
হয়নি বলা,
আমি এই রোদ এই বৃষ্টি
রোজ প্রভাতে
দেখা হবে
সবুজ ঘাসের
শিশির কণায়,
আজি-
বিদায় ক্ষণে
সাদর সম্ভাষণ
শরত তোমায়।
তুমি থাকো
সকলের মাঝে
তোমার মতই,
ফুল ফুটাও
নদীর কিনারে
নির্জন কাশবনে,
উড়ে বেড়াও
পাখি হয়ে
ডানা মেলে
ঐ দূর নীলিমায়।
আমি হঠাৎ বৃষ্টি
ঘন ঘন গর্জন
আকাশের মেঘমালা,
দূর থেকেও
দিয়ে যেতে চাই
জোছনা রাতে
আলো ঝলমলে
গভীর ভালোবাসা।
আমি শ্রাবণের বৃষ্টি ধারা
মিনতি আমার
শোধ করে দিও,
যদি মন চায়
যা ছিল-
মোর অপূর্ণতায়।
১৯.০৮.২০২০