চুম্বনের মত
সিগারেটের অভাববোধটা জীবনে তীব্র হয়ে উঠছে।
শালা মধ্যবিত্ত সেন্টিমেন্টাল!
এটা করা যাবেনা, ওটা ছোঁয়া যাবেনা,
হাত ধরার আগেই
কনডমের চিন্তাটা চট করে মাথায় চলে আসে।
অথচ কথা ছিল মরা কার্তিকেই আমরা ঘর বাঁধবো
মাঘে যদি বীজ বুনি
তবে হয়তো মরা কার্তিকেই আবার
ফসলের জমি ভরে উঠবে ফুলে ফলে।
শিশুর দু’টি কচি হাত আমার ভীষণ প্রিয়
গায়ের গন্ধ শুঁকে হয়ে যাই নীল পদ্ম।
ল্যাম্প পোষ্টের নিচে শুয়ে থাকে যে মানসিক প্রতিবন্ধী
সেও কারো বীজ ধরেছিল পেটে।
শোয়ার আগে বলেছিল, ‘দেখিস তুইও একদিন রাজরানী হবি।’
জ্যামিতিক সূত্রের মত-
জীবন কখনো কখনো জটিল হয়ে উঠে
যখন বাস্তবতা এবং স্বপ্ন
দাঁড়ায় মুখোমুখি।