বর্ণ না শব্দ না বাক্য না...
দেহের রক্তে ভাষায় নিকটতম
বর্ণ শব্দ বাক্য...
মাঘের পাতা , সংস্কৃতিবান — অণু - কথা , চর্চা ।
দাও বর্ণের রূপান্তর
বিন্দুতে স্বরবর্ণ ফুল
কেন জানি না যুদ্ধ , লোভ , ক্ষত পাপী
সমাপিকা ক্রিয়াকে বাঁকিয়ে ধরেছে আরও এগিয়ে যেতে ! রোজগার আঁতুড়ে ঠা ঠা
শত নিষেধেও তোমরা আঘাত করেছ ঋ, এ , ঐ
অনামিকায় শুরু হবে অন্বয় বেলা
ঐ চোখেও , সবটাই ভাষা সবটা মা ।
উঠেছে সূর্য উঠবে চাঁদ
কণায় কণায় দীর্ঘস্বর , হ্রস্বস্বর
টান টান কলম শিথিল করে অ ধ্যান , আ ধ্যান
মেয়েরা বেহালার তারে চওড়া করে খুচরো পয়সা
দাঁড়িয়ে দেখি গলার ভিতরে শ্লেষ বাইরে অলংকার ।
আমার পূর্বপুরুষ ( ভাষা ) সালাম ।
রটন্তী অমাবস্যায় করেছি তর্পণ ।
বরকত , রফিক একটু আগেই উঠে গেল আখড়া ছেড়ে !
বাক্য বড়ো বিজ্ঞাপন নয় ।
মোমবাতির মঞ্চ তৈরি হচ্ছে আস্তে আস্তে মঞ্চে উঠবে
কার্তুজ , রাহু , কবি...
দশায় : দুর্বল বৃহস্পতি ?
শুভদীপ দত্ত প্রামানিক
পিতা : চিরদীপ প্রামানিক
মাতা : সুজাতা প্রামানিক
ঠিকানা :
শুভদীপ দত্ত প্রামানিক
প্রযত্নে : চিরদীপ প্রামানিক
গ্রাম + ডাকঘর : কীর্ণাহার
জেলা : বীরভূম
থানা : নানুর
পিন : ৭৩১৩০২
পেশা : ছাত্র