রিমঝিম ধারায় ঝরিছে বরষা
ডাকছে মেঘের দল
কদম গুচ্ছ ফুটিছে বনে
গন্ধে প্রকৃতি মাতাল।
এমন দিনে এসেছিলে তুমি
মায়াবি পরী হয়ে,
তাকিয়ে ছিলো নয়ন জোড়া
তোমারী মুখ পানে।
নাচছিলে তুমি বৃষ্টির তালে
নূপুরের ছন্দে।
দেখেছিলো তোমায় প্রকৃতি রাজ্য
অবাক দৃষ্টি পানে।
হঠাৎ বিজলির তালে
হারিয়ে গেলে তুমি
নির্বাক প্রকৃতির বুকে।
আজ বহু বছর ধরে দেখছি
সেই বরষার ধারা
মেঘেদের ডাক
আর কদম গুচ্ছ ----
কিন্তু!
মেঘেদের গুরুম গুরুম
বরষার রিমঝিম ধারা আর!
কদমের সুবাস যেন সেই,
বিজলির তালে হারিয়ে গেছে---
আমি শুধু তাকিয়ে আছি
নির্বিক প্রকৃতি রাজ্যের মত করে!
সূচিতে ফিরতে ক্লিক করুন
আপনার লেখা ছড়া-কবিতা, গল্প, প্রবন্ধ, ইতিহাস-ঐতিহ্য, রম্যরচনা, ভ্রমণ কাহিনী, উপন্যাস, সাহিত্যিকের জীবনী, সাক্ষাৎকার, সাহিত্যের খবর বর্ণপ্রপাতে প্রকাশ করতে চাইলে ইমেইল করুন bornopropat@gmail.com