সুখ নামের ছোট্ট তরী
আমি হলাম মাঝি,
আমার দুঃখের ভাগ নিতে
কেউ হলো না রাজি।
এ জীবনে চলতে গিয়ে
পাইনি কারো দেখা,
জীবন নদীর মাঝখানে -
রইলাম পড়ে একা ।
আমার মত বড় দুঃখী
এ সংসারে নাই,
কত জনার কাছে গেলাম
কেউ দিলো না ঠাঁই।
তাই বলে কি জীবন আমার
পিছু পড়ে রবে,
জীবন নদী পাড়ি দিবো
জানতে পারবে সবে।