নিঃশর্ত মুক্তি দাও বলে_
পৃথিবীর পাজরে সেটে দিয়েছো
অধিকারের স্পষ্ট আর্তনাদ।
যতোবার মিছিল হয়েছে রাজপথে
ততোবার বোবা কন্ঠস্বর
মুখ লুকিয়েছে লজ্জাবতীর মতো।
নিঃশর্ত
মুক্তি
দাও
বলে বলে ক্লান্ত হবে
পাবে না, আসলে নিঃশর্ত মুক্তি নামে
কিছু হয়-ই না
সব মুক্তি-ই, শর্ত যুক্ত।
এই যেমন ধরো__
সমাজ-সংসার, প্রেম-বিয়ে, পঞ্চায়েত
জীবন-জেলখানা,আন্দোলন-সংগ্রাম
কোর্ট-কাচারি,ডেট-রোমান্স,ভালো বাসা
এমনকি-
মৃত্যু!
কোনোটা-ই নিঃশর্ত নয়।
নিঃশর্ত
মুক্তি
দাও,
বলে কিছু হয় না।
ফুলপুর, ময়মনসিংহ