নিঃশর্ত মুক্তি দাও ।। এস.এম বিল্লাল

 


নিঃশর্ত মুক্তি দাও বলে_ 
পৃথিবীর পাজরে সেটে দিয়েছো
অধিকারের স্পষ্ট আর্তনাদ।

যতোবার মিছিল হয়েছে রাজপথে
ততোবার বোবা কন্ঠস্বর
মুখ লুকিয়েছে লজ্জাবতীর মতো।

নিঃশর্ত 
            মুক্তি 
                     দাও

                        বলে বলে ক্লান্ত হবে
পাবে না, আসলে নিঃশর্ত মুক্তি নামে
কিছু হয়-ই না 
                      সব মুক্তি-ই, শর্ত যুক্ত।
এই যেমন ধরো__
সমাজ-সংসার, প্রেম-বিয়ে, পঞ্চায়েত 
জীবন-জেলখানা,আন্দোলন-সংগ্রাম  
কোর্ট-কাচারি,ডেট-রোমান্স,ভালোবাসা
এমনকি-
               মৃত্যু! 
                    কোনোটা-ই নিঃশর্ত নয়। 
নিঃশর্ত 
            মুক্তি 
                     দাও, 
                              বলে কিছু হয় না। 


ফুলপুর, ময়মনসিংহ

Post a Comment

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post

আপনিও লেখুন বর্ণপ্রপাতে

ছড়া-কবিতা, গল্প, প্রবন্ধ ( শিল্প, সাহিত্য, সংস্কৃতি, লোকসাহিত্য, সংগীত, চলচ্চিত্র, দর্শন, ইতিহাস-ঐতিহ্য, সমাজ, বিজ্ঞান বিষয়ক আলোচনা ও প্রবন্ধ), উপন্যাস, ভ্রমণকাহিনী, গ্রন্থ ও সাহিত্য পত্রিকার আলোচনা ও সমালোচনা, চিঠি, সাহিত্যের খবর, ফটোগ্রাফি, চিত্রকলা, ভিডিও ইত্যাদি পাঠাতে পারবেন। ইমেইল bornopropat@gmail.com বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। ধন্যবাদ।