দুই লাইনের কবিতা (খসড়া) সমন্বয় ও বাছাইয়ের জন্য

 

(এই লেখাগুলো ফাইনাল নয় এখান থেকে লেখা বাছাই করা হবে। সম্পাদনার সুবিধার্থে এখানে লেখা সমন্বয় করা হচ্ছে। -সম্পাদক)
 
আপনাকে আমি পড়ে শেষ করতে পারি না; বড় দূর্ভেদ্য লাগে!
অথচ আপনি ছিলেন আমার প্রথম সহজ পাঠ আগে। 
জরীফ উদ্দীন

আপনারে পড়তে পারি না বলে ফিকে হয়ে গেছে জীবনের স্বাদ
পৃথিবীর যা কিছু আনন্দদায়ক তার সবকিছু আমার অবসাদ৷
নুর আলম সিদ্দিক

মাটিতে লুটিয়ে পড়েছে পাতা
ধ্বংস নয়, নতুন কিশলয় ভরা । 
প্রদীব ঘোষ

ডুবতে চাইনি বলে, সমুদ্র আমাকে ডাকে না
যে জন জীবন্ত লাশ, তারকাছে ভেসে থাকতে মানা। 
গৌরাঙ্গদেব সরদার

তুমি চাইলেও সাধ ও স্বাদ শেষ হবে না
আগুনের সামনে জলও নির্বাক সান্ত্বনা। 
মজনু মিয়া

কে কবি আজ গাইবে তুমি সৃৃষ্টি নেশার গান
অন্ধকারের হাজার রেখা নাশবে অবসান ! 
এম এ ওয়াজেদ

সঙ্গী তুমি না হতেই পারো না হতে পারো প্রিয় 
তোমার শুভাকাঙ্ক্ষী ভেবে আমায় সঙ্গে নিও।
সাদিয়া জান্নাত প্রমী 

মনের গহীনে এত এত যাতনা!
তুমি বিনে প্রভু কেহ তো যানে না
কালাম আজাদ

মনের খাতায় হিসাবের গড় মেলে না,
তাই ভালোবাসা প্রাক্তন হয়। 
বিষ্ণু চক্রবর্তী

জীবন তুমি এমনই জীবন তোমাকে দেখি দিনরাত
পড়ে শেষ করতে পারি না সারা জীবন ।
হামিদুল ইসলাম

জীবন শুধুই একটা চলমান প্রক্রিয়া,
মরণই যার সমাপ্তি রেখা। 
ফেরদৌসী খানম রীনা

হৃদয় জুড়িয়া ব্যথার কাহন তাহার অভিপ্রায়ে
দগ্ধ হৃদয় জ্বলে-নিভে ভাবিয়া তাহারে লইয়ে!
ফারিয়া রাহমান

আমি লতার মতো হেলেদুলে দেখেছি তোমায়,
তুমি ফুলের মতো আগুন জ্বেলে পুড়েছো আমায়। 
এম. কামরুল হক

কারো সম্পর্কে এতটুকু জানাই ভালো
যে জানার মধ্যে শ্রদ্ধা ভালোবাসা মিশে থাকে। 
স্মরণিকা চৌধুরী 

সঠিক অক্ষর পরিচয় নেই বলেই না
আমি আপনাকে আজও পড়ে উঠতে পারিনি।
কবিতা সামন্ত

ভালোবাসা শব্দটাই বড়ো আপেক্ষিক,মেঘ রোদ্দুরের খেলা,
সন্দেহ হয়,সত্যি সেকি সত্যি নাকি সবটাই মনের বিলাস। 
আশীষ চক্রবর্তী

পড়ে পড়ে মুখস্থ করে ফেলেছি তোমাকে
তবুও বুঝছি না কিছুই, তুমি কী দুর্বোধ্য! 
বাসুদেব সরকার

যেদিন শেষ হবে তোমায় জানা
সেদিন শেষ হবে জীবনের চাওয়া । 
তাহমিনা রহমান

আমি তোমার চোখে তাকিয়ে পড়তে চাই
তোমার সকল চাওয়া পাওয়ায় নিজেকে হারাতে চাই। 
তাসলিমা রহমান

অবাক হই,বিস্মিত হই যখন
সরল ভাবে প্রবেশ করে,কঠিন হয়ে যাও। 
ফ্লোরেন্স 

সময়ের পাকদণ্ডি ধরে জীবন হাঁটে গড়পড়তায়,
কখনো সে হাঁটে আপন গতিপথে, সাক্ষরিত ইতিহাসের পাতায়।।
সুমিতা চৌধুরী

সে আমায় প্রথম প্রেমিক হিসেবে গড়েছিল সেদিন মুচকি হেঁসে ছিল, 
প্রেমিক হিসেবে পুড়েছিল সেদিনও মুচকিই হেঁসে ছিল তফাৎ শুধু সময় অসময়ের ।
অনন্য রাশেদ

সময়ের পাকদণ্ডি ধরে জীবন হাঁটে গড়পড়তায়,
কখনো সে হাঁটে আপন গতিপথে, সাক্ষরিত ইতিহাসের পাতায়।
সুমিতা চৌধুরী

যে প্রভু আমাকে বিশ্রীভাবে কাঁদানোর পরও তোমাকে সুখ দিয়েছে
মনে রেখো সে প্রভু কিন্তু আমারও। 
মুহাম্মদ ইউসুফ খন্দকার

যতই পড়ি- মনে গড়ি: আপনারে জানা আমার এ জীবনে হবে না শেষ,
যতই পড়ি ,মনে গড়ি তোমারে দুর্বোধ্য লাগে বেশ।  
ড. চঞ্চল কুমার মণ্ডল

ভালোবেসে সংসারে বেঁধেছি,
কিন্তু সেখানে মিথ্যার অভিযোগ।
খাদিজাতুত তাহিরা

মাটিতে লুটিয়ে পড়েছে পাতা
ধ্বংস নয়, নতুন কিশলয় ভরা । 
প্রদীব ঘোষ


মাছেরা জানে- পানিতে মরা মানুষদের লাস্ট আর্তনাদ
মাটির লোকেরা কি জানে সন্তানের বিবাদ? 
সুবাইতা প্রিয়তি

শরীর থেকে খসে পড়া সুগন্ধি পালকে জড়ো করি,
আগুন জ্বালিয়ে পোহাই সমস্ত রাত্রি!
দয়াময় পোদ্দার

আমার হৃদয় প্রশান্তি পায় তোমায় দেখে
সাড়াটি জীবন তোমার ছবি হৃদয়ে এঁকে ’ 
সৈয়দ ময়নুল কবরী

যে জনের-ই সর্বদা হয় অট্টালিকায় বাস,
কি করে সে বুঝবে দুঃখীর কিভাবে যায় মাস!
তৌকির আহমেদ

যদি থাকত মানুষ নামের মনটা,
কত সুন্দর হতো মানুষের জীবনটা!
দেলোয়ার হোছাইন

মন্দির মসজিদ নয়,নয় জাতপাত 
পৃথিবীতে সত্য কেবল একমুঠো ভাত।
জয়িতা ভট্টাচার্য 

বৃষ্টি এলেই তোমার মুখ, 
দুঃখ কষ্ট অপার সুখ। 
আউয়াল আনোয়ার 

একটা পাখি বলেছিলো কথার ছলে গল্পে,
থাকতে সুখে খুশি হবে সবকিছুতে অল্পে।
নবারুন কান্তি বড়ুয়া 

ধন হারালে পাবিরে ধন হয়তো কিছু পরে, 
মা হারালে পাবি না আর জগতে সংসারে। 
ইজাজ আহম্মেদ রিপন 

তোমার কাছে হয়তো নই, তোমার প্রিয়পাত্র;
তবুও তুমি আমার আঁকা অসম্ভব— এক চিত্র। 
আবু হানিফ

লাল সবুজের পতাকায় সূর্য ছড়ায় অনন্য আলোর জ্যোতি
ইতিহাসের পাতায় স্মারক হয়ে আছে মুক্তিযুদ্ধ কালের সম্প্রীতি।
হাসনাইন সাজ্জাদী

তোমার পথের ওপর মালা রেখে এলাম,
যাকে খুশি বরণ করে নিও। 
অরূপ দত্ত

কলম মানে বেকারত্বের শিকার, ঝরছে হাজার সরষে ফুল,
হারালো আজ বেলাবোস কে একি অঞ্জন দত্তের ভুল?
জয়শ্রী দাস

কবি হওয়া এখানে খুব কঠিন নয়
চাই অসমাপ্ত ভালোবাসার সনদপত্রে অবাক সূর্যদয়। 
জয়িতা চট্টোপাধ্যায়

আঁচল ধরে টানলে তোমার চাঁদের তারা হাসে
জোনাকিরা জড়ো হয়ে আমায় ভালোবাসে। 
মামুন সুলতান

আমার দুঃখ দেখে যাদের কাঁদেনা বুক
সুখে যেন তার না কাঁদে চোখ! 
শফিউল আলম শুভ

নতুন দিনের আলোর সাথে বিলীন হোক মনের কালো
সহস্র ফুলে সুবাসিত হয়ে জীবন হোক ভালোই ভালো ।
শিরিন আফরোজ

নীলচে দিন নীলচে মেঘ নীলচে মনের নিয়ন আলো
বর্ণনাতীত গর্জনের পসরায় দু:খের ভেলায় উড়াই আলো
ইকরাম আকাশ

তুমি বিধি প্রতিনিধি আসমান এবং জমিনের
অন্তরীক্ষে দাওগো ভিক্ষে মোমিন এবং কমিনের। 
নূরজাহান নীরা

জীবন মৃত্যু নিয়ে আসে
মৃত্যু জীবন নিয়ে পালিয়ে যায়। 
রাজ্জাক দুলাল

কলিজায় পচন ধরা রুগ্ন সমাজ 
সততার প্রতিষেধক গায় মাখে না। 
মাঈনুদ্দিন মাহমুদ 

সাজানো পঞ্চব্যঞ্জন হলেই যে সযত্নে গলা দিয়ে নামবে তা কিন্তু নয়
কখনো কখনো উচ্ছিষ্টের সমারোহে নিজেকে হারাতে হয় ...
ধরিত্রী রায়

কোন কোন পূর্বপুরুষ সন্তানের জন্য রেখে যায় সম্পত্তি আর আর্শিবাদ
আবার কোন কোন পূর্বপুরুষ সন্তানের জন্য রেখে যায় সম্পত্তির বিবাদ
বিটুল দেব

আশেপাশে যতই থাকুক দুঃখের সুভাস
যেতে হবে বহুদূর বহু প্রান্তর পথ বিলাশ । 
মানসী খাতুন

নিঃশ্ব আমি রিক্ত আমি ভুলে যাই নিজেকে তোমার ওই মায়াভরা মুখ দেখি যখন।
এক পলক আড়াল হলে, বিনা কারণে কষ্ট দিলে নিরবতায় ঢাকে এই মন।। 
 প্রহ্লাদ কুমার প্রভাস

স্মৃতির মাঝে প্রিয়া আমার হবে আনাগোনা
তোমার থেকে বিরহ ব্যথা সইতে পারবোনা।
বিদ্যুৎ মিশ্র

সবুজ ছায়াশীতল হবে ধরণী ফুলে ফলে বেষ্টিত পরিবেশ,
বেঁচে থাকার অক্সিজেন উদ্ভিদ সুফলা সোনার বাংলাদেশ।
দীপন কুমার রায় 


আমার সময়গুলো প্রতিকূল জোয়ারের জল,
বেদনাতে মন ভাসে সিক্ত চোখ শুধু করে টলমল!
হাফিজ রহমান

চেয়ারের কাঁধে উঁচু উঁচু মাথা হেঁট হয়ে আছে
হার্টব্লক আগুনখেকোর দল। 
অন্তর চন্দ্র

দখিনা বাতাস জড়ায়ে সারা গায়ে,
চৈত্র হাঁটে দুটি হাহাকার পায়ে।
অজিত কুমার জানা

আমি তোমার বিরহের বয়স জানি,
কিন্তু ভালোবাসার সীমানা জানি না। 
সোলায়মান হোসেন সুমন

আঁধার শেষে আসবে ঠিকই আলোর প্রহর
দেখবে সেদিন মুছে যাবে দূঃখের নহর।
ওমর ফারুক মিয়াজী

তোমায় নিয়ে হারিয়ে যাবো হারিয়ে যাবো, দূর বহুদূর
সাগর নদী পাহাড় পর্বত অচিন কোন পুর। 
শাহী মোহাম্মদ ইলিয়াছ

যে বুক দিয়ে যায় নীরব যন্ত্রণা,
যেওনা খুঁজতে সেখানে সান্ত্বনা।
ডালিয়া পারভীন

আমার ভালবাসায় ছিল মস্ত বড় ভুল
তাইতো আজ হারালাম জীবন নামের কূল। 
এম.কে.জাকির হোসাইন বিপ্লবী

দুই চোখ মেলে দেখি এক পৃথিবীর বিভৎস লাশ
শ্রমিকের ঘামে পায় বেজন্মারা রক্তের নির্যাস।
তোফায়েল হোসেন

মানুষই কবি মানুষই কবিতা
মানুষের একটা জীবন মায়াভরা অন্তহীন কবিতা
রুদ্র সাহাদাৎ

কিছুই থাকবে না, সবই ভেসে যাবে
অবিন্যস্ত শর্তহীন যৌবনও।
হাসান ওয়াহিদ

অবিশ্বাসের বিষ এখন সারা বিশ্ব জুড়ে
দেশের মাটি থেকে বিশ্বাস তাই গেল উড়ে। 
সুশীল কুমার দত্ত

প্রেম সৃষ্টির বড় রহস্য ধ্বনি
সততায় দু'হাতে জরিয়ে ধরি। 
বেলাল উদ্দিন 
বৃষ্টি এসে ভিজিয়ে দিলো আমার এই শহর 
স্তব্ধতা ছুঁয়ে নিলো, কাটছে না প্রহর। 
ইমরান খান রাজ

তুমি  হাওয়ায় উড়া
কাশফুল আর শিমুল তুলো। 
লুনা জাহান 

দেশজুড়ে চলছে দুর্নীতির সার্কাস
মেলে না'তো হিসেবে এসব কার কাজ!
সুপদ বিশ্বাস 

জাতি-ধর্ম, বর্ণ-গোত্রের শৃঙ্খল ভাঙো 'দলি'
রাঙাপ্রণয়ে মানবতা বাঁচুক, দাও রক্তাঞ্জলি !
সৌপর্ণ মাছুম

নিজেকে আজকাল কবর ভেবে 
 শুয়ে আছি নিজের ভেতর! 
সুমাইয়া নূপুর

অবশিষ্ট জীবনের সমস্ত ভালোবাসা তোমাকে দেবো
তুমি কেবল তোমার বিশ্বাসটুকু আমাকে দিও!
লুৎফা শাহিন

বন্দিবাদামের ভেতর আমার স্বপ্ন থাকে
তুমি বাদাম ভাঙো বাদামে স্বপ্ন ভাঙে
মাসুদ মুস্তাফিজ

ঝরা পাতার স্নিগ্ধতা ফুরিয়েছে অনেক আগেই,
মনের কোণে ভাঙ্গা কলরব শুনতে পায় শূন্য দশমিক। 
তাসনিয়া

নিঃসঙ্গ পাখি নামে দিয়েছি
আমার নাম তো তালিকায় নেই।
সুজাউদ্দৌলা 
আজ সকালে চমকে উঠি আকাশটাকে দেখে
বিষাদমাখা একটা ছবি রেখেছে সে এঁকে।
অরুণ চক্রবর্তী 

জ্যোৎস্না রাতের আকাশে অগণিত নক্ষত্রের মাঝে, 
তোমার হাসিমাখা মুখচ্ছবি দেখি ।
মুহাম্মদ আস্রাফুল আলম সোহেল 

একটা লাশের চেয়েও স্মৃতির ওজন অনেক বেশি, 
স্মৃতির তো আর কবর হয় না।
জেবুন নেসা মায়া 

হতাশার চৌকাঠ পেরিয়ে আমি একদিন
চাঁদের বুকে  এঁকে দেব ভালবাসার ক্ষতচিহ্ন। 
তুষার ভট্টাচাৰ্য

যারা ছেড়ে গেছে ছায়াগাছ, মায়াঢেউ, প্রিয়জল
স্মৃতির অবিরাম তিরে বিদ্ধ সেই পথভোলা দল।
জয়ন্ত চট্টোপাধ্যায় 

একটু এগিয়ে থমকে দাঁড়ায়, পা বাড়িয়ে পথে!
পথের মাঝে পথ মিশে যায়, স্মৃতিগুলো নিয়ে সাথে।......
রিংকু রাজিব

আমাকে ফেলে রেখে যে দূরে চলে যায়,
তাকেই আমি দেখি মনেরও আয়নায়।
শরিফ উল্যাহ

বেঁচে থাকার অর্থ সংগ্রাম
ভিতরে রক্ত ঝরে কালো ঘাম ।
বিমলশঙ্কর ভৃগু

তুমি বলেছিলে ভালোবাসার মানে কি?
সেদিন বুঝিনি, আজ বুঝেছি তোমাকে হারিয়ে। 
মনিরুন নাহার

বন্দিবাদামের ভেতর আমার স্বপ্ন থাকে
তুমি বাদাম ভাঙো বাদামে স্বপ্ন ভাঙে
মাসুদ মুস্তাফিজ

আমি যেতে চাই সুখ'র কাছে,
অথচ,দুঃখ ঘুরে আমার পাছে।
আল আমিন

আমি তো শুধু তোমার হৃদয়ে ছবি হয়ে থাকতে চেয়েছিলাম?
কিন্তু তুমি হৃদয় থেকে ছুড়ে ফেলে দিয়ে কবি বানিয়ে দিলে। 
এসকে আলমগীর রহমান

লাঠি চলে, লাঠি চলে,
রক্তের ধারা ঝরে পড়ে।
ইমরান আহম্মেদ

ভিষণ একা থাকি
চোখের পলকে শেষ হয় জীবনের সব ফূর্তি।
দিপু খান

এই পৃথিবীতে সবার জুড়ি আছে,কেবল আমি বাদে,
বিদ্যুতের তারেও দুটি শালিক পাখি সংসার পেতেছে।
অদিতি রায়

যে সুখে সুখি তুমি—
সে কথা ভাবি আমি।
তাপস চক্রবর্তী 
চোখ শুধু তোমায় দেখতে চাই 
মুহূর্ত গুলো দিনলিপির মতো বর্ণনা করতে চাই।
আয়েশা সিদ্দিকা হ্যাপি

অতি চালাকে ভরে গেছে দেশ বোকার চলছে খরা
ধনী গরিব বৈষম্য মানুষ্য সৃষ্টি বিবেক দেয়না সাড়া
জাফর আহমেদ

তোমার আকাশ মুক্তি পেয়ে  আঁটছে কত ফন্দি,
আমার আকাশ আমার মতোই চারদেয়ালে বন্দি! 
ইনজামামুল শিকদার

আমি তো আমাতে নেই কো বুঝি ! 
কেবল " মানুষ " এবং " হৃদয় " খুঁজি ! 
শ্রীযুক্ত বেণুপ্রিয় রায়

প্রেম তো গোপন ব্যাথা, যত্নে বুকে রাখা
অবসরে একলা বসে,পাতা উল্টে দেখা।
গৌরাঙ্গদেব

বৃক্ষ থেকে সবুজ নিশান যেই হারালো শীতে
ওমনি ফাগুন আসলো ছুটে রং সাজিয়ে দিতে। 
স্বরেআ কাদির

যে কথা হয়নি বলা সে কথা বলি
যে পথে হয়নি চলা সে পথে চলি
এমএ বাকীউল ইসলাম

কে কার শত্রু কে কার বন্ধু চিনা যায় নিশ্চয়
আসে যখন জীবন বাঁকে মেঘাচ্ছন্ন দুঃসময়। 
আসকর আলী ফকির

বসন্তের শেষ প্রান্তে এলো গুঁড়ি বৃষ্টি,
ঝির-ঝির করছে বায়ু  বহে মিষ্টি।
সিরাজ উদ্দিন

একদিন ভেবে ছিলাম হারিয়ে যাবো দূর বহু দূরে,
কিন্তু হারিয়ে যাওয়া নয়তো সহজ মায়ার এ প্রান্তরে।
শেখ রাইহান আকাশ

এখানে আদি অন্ত কিছু নেই আমার 
কেউ বোঝেনি;খুঁজেছি কেবলই সুখ!
সালমান রুমি

ভালোবাসা পথের ধুলি- পথেতে উড়ায়
কেউ কেউ সুরমা ভেবে- চোখেতে বুলায়।
জাহেদুল ইসলাম

কলব যতোবার হয়েছে উদাস দিগ্বিদিক ছুটে খুঁজেছি অন্ত,
রব'কে ভুলে করেছি ছাইপাঁশ  ইবাদত'ই করেছিলো শান্ত।
আব্দুল্লাহ সাকিব

কতদিন গত হলো; হয় না তোমার সাথে দেখা,
চারদিকে কোলাহল; তারপরও আমি যেন একা।
এম.আর.এ. আকিব

প্রতিটি বছর কাটে ঋতু চক্রের বৈচিত্র্যে 
মনও বদলায় ঋতুর বদলের সোম-তালে।
ব্রততী পরামাণিক

দিলের ভেতর চুপ চুপ করে জ্বলছে যে রূপ চাঁদ
সে চাঁদ আমার দিলের খোরাক নবী মুহাম্মাদ।
মুহিব্বুল্লাহ ফুয়াদ 

বেনামী এক চিঠির খামে লেখা ছিলো তোমাকে চাই,
অথচ আমার শহর জুড়ে,আমি নিজেকে খুঁজে বেড়াই।
মিলন আব্দুল্লাহ

জীবন মানে সকল সময় সুখ দুঃখ কান্না হাসি
ফুরায় যখন এসব গুলো হয় যে তখন পরবাসি।
ইদ্রিস মণ্ডল

এখন দেখি বাংলা কলা টুকটুকে লাল তরমুজে
দূর্নীতি আর ঘুষের টাকার বিত্তশালী বর খুঁজে।
অপু চৌধুরী 

শূন্য হৃদয় জিতে যায় রোজ হেরে যায় ভালোবাসা,
স্বার্থ ছাড়া কে রাখে কার খোঁজ বৃথাই প্রত্যাশা। 
প্রদীপ কুন্ডু

মানুষ ভাবে মানুষ, সাচ্চা সে মানুষ!
সুযোগ বুঝে মুখোশ খুলে হয় সে অমানুষ।
ছন্দা দাশ

তারে নিয়ে স্বপ্ন ছিলো - কাটবে সুখে দিন, 
ভোর না হতেই উঠলো বেজে করুণ সুরের বীণ।
রবিউল ইসলাম

ত্রিশ টি রোজা রাখার হয়নি যার ভাগ্য 
প্রভুর কাছে পায়নি ক্ষমা সে বড় অযোগ্য।
গোলাপ মাহমুদ সৌরভ 

" তবে তো মৃত্যু, তোমার বড় সাধ
নেবেই যখন, আগে নাও অবসাদ"
তৌফিক হোসেন

মানচিত্রের জঠরে ছড়ায় শোষিতের নিঃশ্বাস 
স্বাধীনতা গিলে খায় কুকুরের জিহবা নির্যাস।
কামরুল আহসান 

জীবনটাকে দগ্ধ করে অবিশ্বাসের বিষ
ভালোবাসা খুঁজে বেড়ায় সবাই অহর্নিশ।
মোঃ আব্দুর রাজ্জাক রঞ্জু

আমি হৃদয় খুলে তোমার দাওয়ায় পুঁতে দিলাম -
                       আমৃত্যু মাড়িয়ে যেও!
কামরুন্নাহার

জাতি-ধর্ম, বর্ণ-গোত্রের শৃঙ্খল ভাঙো 'দলি'
রাঙাপ্রণয়ে মানবতা বাঁচুক, দাও রক্তাঞ্জলি !
সৌপর্ণ মাছুম

জানিনা কেমন নিঃসঙ্গতায় মিশেছে আমার অসুখ 
রক্তিম আলোর আভায় ভেসে ওঠে শুধু তোর মুখ।
বটু কৃষ্ণ হালদার

মানুষ আছে মান-হুঁশ নাই ভাগে-ভোগের সংসারে 
শিরদাঁড়া বেঁকে গেছে সিণ্ডিকেটের মহোৎসবে।
বাবুল কান্তি দাশ

মনে প্রেম থাকলে বসন্ত বারো মাস।
হালের জীবন বছর ধরে পৌষ মাস।
প্রতত সিদ্দিক

সত্যি আমার ভাল্লাগে বেশ সুযোগটা যেই মেলে
তোমার হাতের আঙুল যখন আমার মুঠোয় খেলে। 
ইকবাল বাবুল

এই যে বালিকা, শাড়ি নেবে শাড়ি? বেগুনি শাড়ি
সাথে বেগুনি চুড়ি, দুল; আর একটি পলাশ ফুল।
ফরিদুজ্জামান মিতুল ইব্রাহীম

মানুষ কি মরে—শুধু অসুখে?
না,অনেকে মরে—কারো শোকে।
আল আমিন সাক্বী

বয়ে যাওয়া সময়টা অবিরাম রবে,
মহাকালের শূন্যতায় পাবে কী আমায় আর ফিরে? 
শিমু 
এবার বৃষ্টিতে যদি না ভিজে মাঠ
তুমি খুলে দিও তোমার চোখের কপাট। 
মিনহাজ উদ্দিন শপথ

বিষণ্ণ এক শহর সেদিন দিচ্ছে পাড়ি আলোর বাড়ি
ডাইনে রেখে একলা বিকেল বুকের ঘরে খুব আনাড়ি।
সুবর্ণা দাশ মুনমুন

যদি বাতাস দেখা যেতো দেখা যেতো ঈশ্বরের কর্মস্থল
যদি আকাশ ছোঁয়া যেতো ছোঁয়া যেতো অন্তরের গভীর তল।
আলম নজরুল

যেদিন আমি হাড়িয়ে যাব দূর অজানা দেশে
আমায় তুমি খুঁজে নিও বাঁশ বাগাগানের পাশে।
ইজাজ আহম্মেদ রিপন

জীবন প্রদীপ নিভু নিভু জ্বলে
হয়তো একদিন ভোরের আলো ফুটবে। 
মোঃ আতিকুর রহমান মিরন

তোমায় কখনো বাঁধতে পারিনি কোন ছন্দ বৃত্তে
তুমিই তবুও থাকো আশা হয়ে মম অশান্ত চিত্তে
নাসরিন জাহান মাধুরী

হয়ত সেদিন কাঁদবে তুমি যেদিন আমি থাকব না!
এমনি করে মধুর সুরে নাম ধরে আর ডাকব না!
রুহুল আমিন

কলব যতোবার হয়েছে উদাস দিগ্বিদিক ছুটে খুঁজেছি অন্ত,
রব'কে ভুলে,করেছি ছাইপাঁশ ইবাদতই করেছিলো শান্ত।
আব্দুল্লাহ সাকিব

চলার পথে জীবনখানি ষোল আনায় ভুল
সব হারিয়ে গেলেই দেয় ভুলের মাশুল। 
মিতা পোদ্দার

দেশজুড়ে চলছে দুর্নীতির সার্কাস
মেলে না'তো হিসেবে এসব কার কাজ! 
সুপদ বিশ্বাস

আমায় কোনো রঙে বেঁধো না, দিওনা কোনো মন্ত্রণা।
তোমার রঙে রাঙি আমি, এতেই আমার সান্ত্বনা।
মো.মেহেদী ইকবাল জয়

ঘুমন্ত এই নগ্ন শহরের বুকে
তোমার আমার ভালোবাসা মুঠোফুনে জাগ্রত। 
রাসেল আহমেদ

তোমার দয়ার আশা করে আছি খোদা সাঁই,
সুখে দুখে তোমায় যেন সদাই কাছে পাই। 
মোহাম্মদ আবুল কাসেম

ছুঁয়ে ছুঁয়ে থাকা কালির আঁচড় নীলের বুকে পথহারা
শঙ্খচিলের ডানায় ডানায় ভেসে যায় কাব্যেরা।
সুনীতা মাইতি

সুখে দুখে যাকে আমি সকল সময় পাই কাছে
তার জন্য আমার বুকের মধ্যো অনেক জায়গা আছে
ইদ্রিস মণ্ডল

কল্পনার এক খণ্ড চিত্র লেখা লিলাভূমি,
জন্মান্তরে দিগন্তের উদিয়মান সূর্য তুমি। 
মাসুদ হাসান

গোধুলিবেলার গল্পেরা সব হারিয়ে গিয়েছে লালচে রঙের ভিড়ে
সেই খাতায় লিখা হচ্ছে দিস্তে দিস্তে ভ্রমণকাহিনি। 
সাজিয়া আফরিন

ভাবতে ভাবতে ক্রমশ ভাবনার জালে জড়িয়ে পড়ছি
যত ভাবছি বেরিয়ে আসবো ততই গভীর পৌঁছে যাচ্ছি । 
অর্পিতা ঠাকুর চ্ট্টরাজ

মিথ্যা আশা, ভালোবাসা, মিথ্যা এ সংসার,
মিথ্যা লড়াই, কিসের বড়াই, মিথ্যা জিত আর হার। 
শিল্পী দত্ত

তুমি ছিলে আমার কল্পনায় আকাঁ ছবি!!
তুমি মোর কবিতা, আমি তোমার কবি!!
এরশাদুল হক

অন্ধের কাছে সৌন্দর্য মূল্যহীন
তোমার কাছে আমি! 
গিয়াস উদ্দিন রূপম

অহংকারের ওই আবরণ খোলে
ফিরে এসো ঈমানের পতাকাতলে। 
গোলাপ মাহমুদ সৌরভ

দিকে দিকে শুধু ক্ষমতার লোভ
প্রেমে কী আছে দুর্ভোগ?
জগদীশ মাল

গহীন মনের ঢেউ
অবাধ্য হয়ে চাইতে পারে আছে এমন কেউ!
লুৎফুন নীরা

সে আমার বক্ষ জুড়ে পাড়ভাঙা ঢেউ উত্তাল সমুদ্দুর,
গহীন পরাণে মিশেথাকে পরাণি তবুও চক্ষু অগোচর।
শুভজ্যোতি মন্ডল মানিক

হাসিও মিথ্যা হয় কখনো কখনো
হাসির আড়ালে কান্না থাকে লুকানো। 
অচিন্ত কবিরাজ

মৃত্যুর সাথে লড়েছি পাঞ্জা,
তাই আমি বিজয়ী ঝঞ্ঝা ! 
কৃষ্ণ প্রসাদ বসু

প্রতিটি কবিতার কাছে কবি
এক একটি প্রণামের মতো ছড়িয়ে আছে। 
রাজু মণ্ডল

অর্জুন, তুমি বঞ্চনা কি তা জানো?
বুঝতে বঞ্চনা কি ! যদি হতে কর্ণ।
শ্রী সেন

"ভালোবাসলে খোঁজ নিতে হয়
জীবন সেতো প্রেমময়" 
ডা বশির আহমেদ তুষার

যদি থাকে গোলাপ - পাথরে আজন্ম মিল
নিসর্গের আলপনা মেখে দুজন হব জোড়া শঙ্খচিল।
মু্স্তফা হাবীব

ফাগুন নিয়েছে বিদায় চৈত্রের শুরু
প্রখর সূর্যের আলোয় বুক করে দুরু দুরু। 
শ্রী সুব্রত চক্রবর্ত্তী

সবুজ পাতা হলুদ মাখে নিত্য চুপিসারে,
আপন ছায়া বেড়ায় হেঁটে জীবন-নদীর ধারে।
শাহিন চাষী

তোমাত্বে বিলীন হবো বলে'ই, এতো ভালবাসা-বাসী
তোমার অনুরাগী চন্দ্রপ্রভা'ই মোহিনী হৃদ্যতা ভাসি।
আল আমিন তুষার

কলম মানে বেকারত্বের শিকার ঝরছে হাজার সরষে ফুল,
হারালো আজ বেলাবোস কে একি, অঞ্জন দত্তের ভুল?
জয়শ্রী দাস

এই বসন্ত এই জোছনা কাল
আমার ভাবনা তুমি সকাল বিকাল।
আতিক এ রহিম

কবিতা লেখা যেদিন বন্ধ হবে,
সেইদিন বুজে নিও প্রিয় আমি আর পৃথিবীতে নেই।
সাজ্জাত নূর ইসলাম

যুদ্ধ যুদ্ধ খেলার অবসান হবে, শহর নগর গ্রামান্তর
বাউলদের বটতলাতে জমুক আসর
রহিম ইবনে বাহাজ

এই বসন্তে ঝিরিঝিরি বাতাস মনটা জুড়াই,
কিচিরমিচির পাখির ডাক মনটা ভরাই।
নাহিন ফেরদৌস

মানুষের গড়া এ পৃথিবীর প্রতিটি কন্দরে,
মানবতা বেড়ায় খুঁজে মানুষেরই অন্তরে- অন্তরে" 
প্রণব কর্মকার 

কালবেলার অগুনতি নামের ভীড়,
একটি নাম আগুন কিংবা গোলাপ।
মোহাম্মদ শহীদুল্লাহ্

মানুষ আজ মানবতার জন্য বড্ড বেশি প্রয়োজন,
কিন্তু যে হায়! খুবই স্বার্থপর আজি মানুষের মন।
জাবের

অন্তরে যার সলিল সোহাগ শহরের এক কোণে
তাহারে মারিয়া বানালি প্রাসাদ মৃত্যুরে ডাকি ক্ষণে। 
ভগবতীচরণ দত্ত

বৃষ্টি চেয়েছিলে এখন দেখছি
প্রতিটি কদমে ঝড়-জলের আশ্বাস... 
অভিজিৎ দাশগুপ্ত

ক্ষমা করলে শত্রুকে করবো, কোনো বন্ধুকে নয়',
ভালোবাসলে তোমাকেই বাসবো,অপ্সরীকে নয়।
জামান মনির

সুখের দোসর অনেক পাবে
দুখের দোসর কেউ না হবে
ডাঃ তারক মজুমদার

আমি আকাশের দিকে শূন্যদৃষ্টিতে চেয়ে থাকি
আর বিরামচিহ্নহীন নতুন পৃথিবীর স্বপ্ন আঁকি।
ইসমাইল জাবের উল্ল্যাহ

এই আছি- এই নেই,এই নিয়ে বাঁচা
সুখের শেকল দিয়ে গড়ি তবু খাঁচা। 
সিকানদার কবীর

লাল পলাশে বন সেজেছে ফাগুন এল বলে
দেখবে বলে সারা দেশের মানুষ, আসছে দলে দলে। 
মদন চক্রবর্তী

বৃষ্টি এলেই তোমার মুখ,
দুঃখ কষ্ট অপার সুখ। 
আউয়াল আনোয়ার

স্বার্থ ছাড়া এই পৃথিবী কিছুই বুঝে না,
স্বার্থ হলে ভালো মন্দ কিছুই খুঁজে না...
কবির হোসাইন

তোমাকে পেতে হলে আমার হতে হয় নির্ভুল একদম এলোমেলো নয়
আর আমার?আমার শুধু তুমি হলেই হয়।
দিলরুবা নীলা

বাসনা গুলো পোড়ায় চোখের জলে
নয়নে আকুল প্রত্যাশা হ্নদয় কুলে। 
আলী আকবর বাবুল

প্রতিদিনই আমার জ্বলন্ত এ
মন জুড়ে শুধু তুমি। 
জহির হায়দার

ভালোবাসার সাত সমুদ্রে তোমায় যখন খুঁজি 
বসন্তেরী হাওয়ায় চড়ে তখন হলে মাঝি। 
মাসুম আহমেদ রানা

ভালোবাসার আর এক নাম যদি দেওয়া হয় কষ্ট কিংবা সুখ,
তাহলে ভালোবেসে হয়ে যাবে জীবন হৃদয় পুড়ে কয়লা কিংবা আনন্দময়।
জেড এইচ আরমান

মরে গেলে লিখবে বলে ভেবে রেখেছো প্রণতি
জীবন কালে দু'লাইন লেখো এই যেনো হয় নিয়তি
হাসনাইন সাজ্জাদী

তুমি হারিয়ে গেলেও আমার কবিতায় তুমি রয়ে যাবে হাজার বছর
ছন্দের কারাগারে বন্দী থেকে আমার ভালোবাসাগুলো তোমায় খুঁজে বেড়াবে অষ্টপ্রহর।
সাবিত নেওয়াজ

ফাগুনে কৃষ্ণচূড়া পলাশ শিমুল
বসন্ত এসেছে জানিয়ে গেল।
শ্রী সুব্রত চক্রবর্ত্তী 

ভিতর বাহির জ্বলছে দিবারাত্রি,
নারী কেবলই অবহেলার পাত্রী।
পারভীন আকতার

ভুলে যাও যদি ভালোবাসার যত স্মৃতি
শুকতারা হব তোমার হৃদয়ের এক কোণে।
সিমলা চৌধুরী

তোমার দুচোখে প্রেম জলাধার জল টলোমল,
ডুব দিয়ে দেখি এ যেনো প্রেমের সাগর অতল।
ইসমাইল জসীম

যে বন্ধন আত্মায় প্রোথিত একাকার রক্তের স্রোতে,
কেউ তা বাঁধেনি, বেঁধেছে ঈশ্বরে।
মৌসুম মনজুর

আমার সব অভিমান লুকোনো থাক অভিমানী এক খামে,
ভালোবাসা থাক সে খামেই ভরা, পাঠাবো না আর কারুর নামে।
বাপন দেব লাড়ু

"জীবনে আসুক যত বাধা-বিপত্তি,ঝড়
তবে ধৈর্য্য আর সাহসিকতার সাথে করো মোকাবিলা তার"
সাদেকুল ইসলাম

ভেবেছিলাম ভগ্ন স্বর বের হবার পর
একবার মাত্র কয়েক কদম দৃপ্ত চলন ! 
কনককান্তি মজুমদার

যদি হই উপকারী রমজানে গরীবের জন্য,
হবে সওয়াব প্রাপ্তি আর জীবন হবে ধন্য।
মোহাম্মদ শামীম মিয়া। 

মনের ব্যাথায় চাপা কান্নার
ঝরে পড়ে চোখের পাতায়। 
স্বপন আহম্মেদ

স্বপনকন্যা, তোমার চলে যাওয়া
চৈত্রের কাঠফাটা রোদের ন্যায় আমাকে পুড়িয়ে মারে।
আবু বকর চৌধুরী

ফুল ফসলে পালন করি স্বাধীনতার দিনটি,
শ্বেতপাথরে শোধ করে দিই স্বাধীনতার ঋণটি।
সাঈদুর রহমান লিটন

বুনোশুয়রে দেশ ভরেছে, গাঁধায় ভরেছে বাস
সন্তানগুলো হোক না মানুষ বাপ মা'র থাকে আশ।
মনিরুজ্জামান বাদল

একদিন ভেবে ছিলাম হারিয়ে যাবো দূর বহু দূরে,
কিন্তু হারিয়ে যাওয়া নয়তো সহজ মায়া"র এ প্রান্তরে।
শেখ রায়হান আকাশ 

অনেক কিছুই দেবে বলেছিলে
শেষমেশ হারালে যা করেছিলে। 
 শ ম রেজাউল হক রাজু

দু'দিনের এই পান্থশালায় আমি এক মুসাফির
এ পৃথিবী ছেড়ে চলে যেতে হবে মন বড় অস্থীর।
সামসুন্নাহার ফারুক

ভালোবাসা পথের ধুলি- পথেতে উড়ায়
কেউ কেউ সুরমা ভেবে- চোখেতে বোলায়। 
জাহেদুল ইসলাম

লাঙ্গল জোয়াল কাস্তে কোদাল বেকার
জমির বুকে যন্ত্র চষে দাপট তাহার একার।
তফিল উদ্দিন মন্ডল

আমি গিয়েছি হবু বার তার স্টেশনে,
ঝলসে পুরে ছাঁয় হয়ে ফিরেছি আধারে
তৌফিক আহমেদ

আপনি জ্বলে আলোয় ভরি তোমার রাতি
আমি এক জ্বলন্ত মোমবাতি!
শ্রী সেন

ওই চোখে থাকে যদি জল,
তবে আছে নদীও অতল।
নুরুল ইসলাম বাবুল

খুন হয়েছি আমি,
ভাবছো সবাই আমিই বুঝি খুনী।
জান্নাতি কবিতা

কতদিন গত হলো; হয় না তোমার সাথে দেখা,
চারদিকে কোলাহল; তারপরও আমি যেন একা।
এম.আর.এ. আকিব

তুমি তো হায় উড়াল পাখি উড়তে শুধুই জানো,
গাছের ডালের ভালোবাসায় ডালকে শুধুই হানো! 
নান্টু বড়ুয়া

'একলা বসে ছিঁড়ছো কেন নিজের মাথার চুল?'
'চুল নয়তো চুল নয়তো একজীবনের ভুল!' 
গিয়াস উদ্দিন রূপম

বুকের ভেতর বুক
উঠলো নেচে সুখ। 
আলম নজরুল

যে কথা শুনেছিলাম পা পা হেটে।
সেই কথাই গর্ভ মোদের বাংলা ভাষা।
ডাঃ মোঃ বেলাল উদ্দিন

রেখে যাই অক্ষর অপহ্নবের দিনে / 
যদি সূর্য ওঠে পিছুটানের ঋণে। 
পরাগ মিত্র

ত্রিশ টি রোজা রাখার হয়নি যার ভাগ্য
প্রভুর কাছে পায়নি ক্ষমা সে বড় অযোগ্য।
গোলাপ মাহমুদ সৌরভ

ঐ মেয়েটি রাতে
জ্যোৎস্না আঁকে হাতে। 
তরুণ মিত্র

চোখের কাজল হওয়ার স্বপ্ন দেখি,
অথচ নোনাজলে কাজল ধুয়ে বন্যা হওয়ার চোখ রাঙানি..
মিলন আব্দুল্লাহ

রাতজাগা পেঁচার ধুরন্ধর ছোঁ মারার অপেক্ষা,
কে জানে কখন ছবি হয়ে যাবে এ জীবনদীপ!
বিশ্বজিৎ সাঠিয়ার

তোমার দুটি আঁখি
নয়ন ভরে দেখি ।
প্রতাপ মোহন চাটার্জী

ভালোবাসা আর ভালো থাকানিয়ে হয় জীবন
মনের ঘরে অসুখ হলে বেঁচে থাকলেও হয় আধেক মরণ।
লাকি চৌধুরী

প্রকৃতি মায়ের সন্তান সন্ততি আমরা,
বাঁচবো কি করে মাকে ছাড়া?
কানাই লাল বিশ্বাস

মানচিত্রের জঠরে ছড়ায় শোষিতের নিঃশ্বাস
স্বাধীনতা গিলে খায় কুকুরের জিহবা নির্যাস।
কামরুল আহসান

কিছু মানুষ মূলত- বরফের ছুরি হয়ে কেটে
জল হতে ভালোবাসে! 
জাহেদুল ইসলাম

শুঁয়োপোকা ছিলাম
প্রজাপতি হ'য়ে উড়লাম। 
তপন বর্মন

একার পৃথিবী গড়ে , নিজে বুঝি।
ছায়াটা সরে না , ঘোরে পিছু পিছু।। 
সীমা অধিকারী

সর্বাঙ্গ নিশ্চল হয়ে শরীরেও কাঁপুনি ধরে
দূর্বল কন্ঠে প্রশ্ন করে সে; ভালোবাসো আমায়?
মনিরুজ্জামান মনির

ভালোবাসার আর এক নাম যদি দেওয়া হয় কষ্ট কিংবা সুখ,
তাহলে ভালোবেসে হয়ে যাবে জীবন হৃদয় পুড়ে কয়লা কিংবা আনন্দময়।
জেড এইচ আরমান 

ভিষণ একা থাকি
চোখের পলকে শেষ হয় জীবনের সব ফূর্তি। 
দিপু খান

মানুষ আছে মান-হুঁশ নাই ভাগে-ভোগের সংসারে
শিরদাঁড়া বেঁকে গেছে সিণ্ডিকেটের মহোৎসবে। 
বকুল কান্তি দাস

ফাগুনে কৃষ্ণচূড়া পলাশ শিমুল
বসন্ত এসেছে জানিয়ে গেল।
শ্রী সুব্রত চক্রবর্ত্তী


প্রেমের থেকে পালাতে চাও? পারবে না তা জানা,
তোমার আছে দু'খানা পা আর প্রেমের আছে ডানা।
শংকর ব্রহ্ম

বাগের শোভিত মোহেনী পুষ্প
তুমি অনন্যা জাগিয়ে জাগাও মায়া ডোরে।
শেখ মোহাম্মদ ইউসুফ মিয়া

আমার একটাই তুমি
না হলে জীবন মরুভূমি।
আলমগীর খোরশেদ

যেদিন এসেছিলে তুমি আমার হৃদয় জুড়ে
আলোয় আলো ভরে দিয়ছো ছোট্ট নীড়ে। 
ইজাজ আহম্মেদ রিপন 
জীবনের যত আয় আর যত সমবায়
সব ভুলে গিয়ে রেখেছি তোমায় আমার প্রার্থনায়।
রেজা কারিম

আমি চাই না তুমি আমার ছায়া হয়ে থাকো
যেভাবেই হোক আলোকিত রাখো।
তুষার আহাসান

ঝরা বকুলের সম্পর্কে আমি
কুড়িয়ে রেখেছি স্মৃতি।
আতিক মেসবাহ লগ্ন

কিছু বেদনা বুকসেলফে রেখে
তোমার বাড়ি যাই। চা খাই। চুমুও খাই।
নাদিয়া জান্নাত

আমাকে ফেরাবে মুহাযযিনের ডাক,
দূর্বা’য় জমে থাকা ভোরের শিশির।
হারুন অর রশিদ

যতন করে মন বাগানে চাষিলাম তোমায়
ফুল হয়ে না ফুটে বন্ধু ফুটলে শত কাঁটায় ।
সুরঞ্জন মজুমদার

আঙুল ধরে চলা মানুষ যখন পাশ এড়িয়ে হাঁটে-
ঠিক তখনি যেন কাছের মানুষ কাঁচের হয়ে কাটে
জেলী আক্তার 

Post a Comment

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post

আপনিও লেখুন বর্ণপ্রপাতে

ছড়া-কবিতা, গল্প, প্রবন্ধ ( শিল্প, সাহিত্য, সংস্কৃতি, লোকসাহিত্য, সংগীত, চলচ্চিত্র, দর্শন, ইতিহাস-ঐতিহ্য, সমাজ, বিজ্ঞান বিষয়ক আলোচনা ও প্রবন্ধ), উপন্যাস, ভ্রমণকাহিনী, গ্রন্থ ও সাহিত্য পত্রিকার আলোচনা ও সমালোচনা, চিঠি, সাহিত্যের খবর, ফটোগ্রাফি, চিত্রকলা, ভিডিও ইত্যাদি পাঠাতে পারবেন। ইমেইল bornopropat@gmail.com বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। ধন্যবাদ।