বিজয় ।। সৈয়দ ময়নুল কবরী


রক্তের দামে তখ্তে এলো
এই বিজয়
বক্ষের বলে বাঙালি' হলো
বীর-নির্ভয়
সাতচল্লিশের চেতনা জাগে
অগ্নিময়
সেই বাহান্ন'তে গর্জে ছিলো 
তা নিশ্চয়
ভাষা'র তরে রক্তের স্রোত
বুকেবয়!
একাত্তরে পাকিস্তানের সেই 
দানব-দল
করতে চাইলো এই বাংলার 
সব দখল!
বীর-বাঙালি জাগে এবার
স্ব-স্ব-বলে
স্ব দেশ'কে আনতে আবার
নিজ-আদলে।
ওরা দু'চোখে ভরে স্বপ্নবুনে 
দেশ গড়ার
কে ঠেকায় এবার যুদ্ধে যাবে 
মনটা তার-?
দীর্ঘ নয়'মাস যুদ্ধ করে আনে
এই-বিজয় 
ডিসেম্বর মাসের ১৬ই তারিখ
চির-স্মৃতিময়।

সৈয়দ ময়নুল কবরী
(লেখক কবি,গীতিকার ও প্রাবন্ধিক)
স্থায়ী ঠিকানাঃ শ্রীরামসী,জগন্নাথপুর, সুনামগঞ্জ, সিলেট।  

Post a Comment

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post