শ্রমিকের মূল্য নেই ।। সৈয়দ ময়নুল কবরী


শ্রমের মূল্য শতহাজার টাকা
শ্রমিকের মূল্য নাই,
শ্রমিকের ঘামে অর্জিত খেতাব
বিশ্বের শিল্প পাই।

কুকুরের চেয়েও অতি নগণ্য 
মালিকের নিঠুর প্রাণ, 
পিপড়ার প্রাণের চেয়েও ভাবে
তুচ্ছ ওদের দেহ প্রাণ। 

হায় রে শ্রমিক কর্মেরই ফেরে 
দিয়ে গেলি তাজাপ্রাণ
শ্রমের মূল্য পেলে কী সঠিক 
কী পেলে জীবনের মান-?

অসুখ বিসুখে ছুটির কথাতে
খেলে কত শত ঝাড়িঝুড়ি 
শ্রমটাই শুধু দেখিলো বসেরা 
না দেখে হৃদয়ের কষ্টকুড়ি।

হায় হায় রে বস্ দারুণ চৌকস
না দেখে কাজেরও পেরা
কাজ ভালো হলেও বকুনি মারে
এটা তার জীবনের জেরা।

কর্মের ফেরে জীবন ও জীবিকা  
গল্পের না থাকে সময় 
তবুও তো সুখী নিজেকেই ভাবি
না মানি দুঃখে পরাজয়।

Post a Comment

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post

আপনিও লেখুন বর্ণপ্রপাতে

ছড়া-কবিতা, গল্প, প্রবন্ধ ( শিল্প, সাহিত্য, সংস্কৃতি, লোকসাহিত্য, সংগীত, চলচ্চিত্র, দর্শন, ইতিহাস-ঐতিহ্য, সমাজ, বিজ্ঞান বিষয়ক আলোচনা ও প্রবন্ধ), উপন্যাস, ভ্রমণকাহিনী, গ্রন্থ ও সাহিত্য পত্রিকার আলোচনা ও সমালোচনা, চিঠি, সাহিত্যের খবর, ফটোগ্রাফি, চিত্রকলা, ভিডিও ইত্যাদি পাঠাতে পারবেন। ইমেইল bornopropat@gmail.com বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। ধন্যবাদ।