শ্রমের মূল্য শতহাজার টাকা
শ্রমিকের মূল্য নাই,
শ্রমিকের ঘামে অর্জিত খেতাব
বিশ্বের শিল্প পাই।
কুকুরের চেয়েও অতি নগণ্য
মালিকের নিঠুর প্রাণ,
পিপড়ার প্রাণের চেয়েও ভাবে
তুচ্ছ ওদের দেহ প্রাণ।
হায় রে শ্রমিক কর্মেরই ফেরে
দিয়ে গেলি তাজাপ্রাণ
শ্রমের মূল্য পেলে কী সঠিক
কী পেলে জীবনের মান-?
অসুখ বিসুখে ছুটির কথাতে
খেলে কত শত ঝাড়িঝুড়ি
শ্রমটাই শুধু দেখিলো বসেরা
না দেখে হৃদয়ের কষ্টকুড়ি।
হায় হায় রে বস্ দারুণ চৌকস
না দেখে কাজেরও পেরা
কাজ ভালো হলেও বকুনি মারে
এটা তার জীবনের জেরা।
কর্মের ফেরে জীবন ও জীবিকা
গল্পের না থাকে সময়
তবুও তো সুখী নিজেকেই ভাবি
না মানি দুঃখে পরাজয়।