ঈদ এলো ।। মো. কাজী আব্দুল্লা হিল আল কাফী


ঈদ এসেছে  ঈদ এসেছে
একটি বছর ঘুরে,
আনন্দের যেন সীমা নাই
সবার  ঘরে  ঘরে। 
বছর  ঘুরে সবার  ফিরে
এলো খুশির ঈদ,
ঈদের দিনে গরীব ধনীর
নাই  যেন  জীদ,
সবাইমিলে পড়ে নামাজ
ঈদগাহ মাঠে গিয়ে,
নিত্য পোশাক সাজে সব
আতর সুরমা দিয়ে।
নামাজ পড়ে  বাড়ি এসে
পশু কোরবানি করে,
সবাই মিলে বিলিয়ে দেই
ধনী গরীবের তরে।
ঈদের দিনে করি আনন্দ
আমরা সবাই মিলে,
সারাজীবন থাকবো সবে
নাহ গিয়ে ভুলে। 

Post a Comment

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post