Homeঈদ সংখ্যা ২০২৩ ঈদের খুশি ।। সালমা আক্তার চাঁদনী April 20, 2023 0 ঈদের দিনে খুশির আমেজহৈচৈ বাধাতে শুরু, পাড়ার যত ছোট্ট ছেলে মেয়েআনন্দ পেতে গুরু। তাদের খুশিতে বাবা মায়েরা আনন্দ অশ্রু ফেলে,বুকে টেনে তাদের ভালোবাসাসবি দেয় ঢেলে। হালিচা: ঈদ সংখ্যা ২০২৩ ছড়া-কবিতা সালমা আক্তার চাঁদনী Facebook Twitter