ঈদের নেমন্ত্রণ ।। তাপস কুমার বর


ও আমার রমজান ভাই
আমাদের খোদার বান্দা কই?
মাহে রমজান,মাহে রমজান
নতুন পোশাকের সমাহার চাই।
খোদার বান্দা বলে গেছে তাই,
অনাহারের পাশে দাঁড়াতে হয় ভাই।
ও আমার রমজান ভাই,
ঈদের নেমন্ত্রণ এখনো পাইনি ভাই।
খুশির ঈদ ঘরে ঘরে তাই,
লাচ্ছা,সেমাই আরো কত মিঠাই।
ও আমার রমজান ভাই,
ঈদের নেমন্ত্রণ চাই।
ও আমার ছোট্ট বিবেক ভাই
হিন্দু-মুসলিম ভাই-ভাই।
             °°°°°°°
ঠিকানা-
গ্রাম- সাগর কৃষ্ণনগর, পোঃ- সাগর কৃষ্ণনগর, থানা- সাগর, জেলা- দঃ ২৪ পরগনা, পিন-৭৪৩৩৭৩,

Post a Comment

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post