জেরুজালেমের আস্তাবলে তুমি এলে
ছিল না সেখানে সোনার খাট
বিছানা করা ছিল ঘাসের গালিচায়
মাতা মেরীর কোল,ছিল আশ্রয়।
তোমার আসার খবর পেয়ে
পৃথিবীটা উঠেছিল সেজে
ধ্রুব তারা দেখিয়েছিল পথ
সারমেয়র দল ছিল পাহাড়াদার।
শীতের স্নিগ্ধতায় বরফের আস্তরণ
সাদা আর সাদায় ভরে গিয়েছে বন
রাত্রি তখনও আঁধার কালো
তোমার আগমনে জ্বলেছিল আলো।
এরপর তুমি তোমার মহিমায়
এগিয়ে এলে মানব সেবায়
শিশুর দল উঠল হেসে
যীশু খ্রিস্টের জন্মদিনে।
নও ঈশ্বর না তুমি সৃষ্টি কর্তা
জন্ম হয়েছিল তোমার,করতে মানব সেবা
অত্যাচারির হয়ে চেয়েছিলে ক্ষমা
বেঁচে থাকতে প্রয়োজন, মানুষের মানবতা।
দমদম জংশন কলকাতা।