চাঁদ উঠলে ।। ইদ্রিস মণ্ডল


রোজার শেষে চাঁদ উঠবে আকাশে
চাঁদ উঠলে ভাসবে সুবাস বাতাসে 
কিসের সুবাস বলতে পারো কাহারা
যারা জানো হাতটি তোল তাহারা

আর যাহারা এই কথাটা জানো না 
ওই দেখা যায় বইটি খুজে আনো না
বইটি খুলে পড়লে পরে জানা যাবে
সব উত্তর বইয়ের ভিতর তুমি পাবে

রোজা শেষে চাঁদ উঠলে কি উৎসব 
পারবে এবার বলতে ঠিকই তুমি সব।

Post a Comment

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post