বটতলাতে আজ বসেছে প্রাণের বোশেখ মেলা
আয় ছুটে আয় জলদি তোরা-যায় চলে যায় বেলা।
কিনবো সবাই নাটাই ঘুড়ি কিনবো বাঁশি ঢোল
হেটে হেটে ক্লান্ত হয়ে খাবো ছানার ঘোল।
কিনবো বাড়ির জন্য আরো মুড়কি মোয়া খই
হাতে করে আনবো কিনে ক্ষীর খাসা যে দই।
সকাল বেলা পান্তা ইলিশ খাবো মজা করে
বীর বাঙ্গালীর কৃষ্টিকলা রাখবো বুকে ধরে।