এক আকার নিতে যাওয়া রক্তক্ষরণের দিকে সবিনয়ে চেয়ে বলি 'কাটো' তবু কম করো মেয়াদকাল
অথচ তার হাত সার দেয় মরিচের গাছে
জবানবন্দি নেওয়া হয়ে গেলে কথকের আয়না ব্যতীত কেউ কিন্তু তাকায়না আর। সে সেইমতো চলে।
যৎকিঞ্চিত শূকরছানাদের দলভুক্ত, এই খনার বচনটিকে এক অভুক্ত স্মরণ জিইয়ে দিচ্ছে।
মানুষের কাছে মানুষ যায় কেন? আর প্রাণি গিয়েছে কখনো?
যার ধ্রুবতার নেই স্থবিরতা, ধ্রুবতাহীনের চে মন্দলোক।
সবচে বেশরম পাজোড়া তার যার মানুষ ব্যতীত যাওয়ার কোনো জায়গা নাই।
