'বর্ণপ্রপাত বর্ষা সংখ্যা ২০২০' এর জন্য লেখা আহ্বান


আসছে............

বর্ণপ্রপাত বর্ষা সংখ্যা ২০২০
(অনলাইন+পিডিএফ+প্রিন্ট আকারে)
লেখুন আপনিও


করোনা করেছে গৃহবন্দি। এই গৃহবন্দি সময় হতে পারে আপনার সুপ্ত প্রতিভা বিকাশের সময়। আষাঢ়-শ্রাবণ এই দুই মাস মিলে বর্ষাকাল, বৃষ্টির ঝমঝম শব্দ আর কদম ফুলের সাঁজ আমাদের নিয়ে হারিয়ে যায় ভাবনার রাজ্যে। আর দেরি কেন ভাবনাগুলো লিখে ফেলুন। তা হতে পারে ছড়া-কবিতা, গল্প, প্রবন্ধ, স্মৃতি, ভাবনা ইত্যাদি। লেখা হলে পাঠিয়ে দিন আমাদের ঠিকানায়।

আপনার মৌলিক অপ্রকাশিত লেখা পাঠিয়ে দিন ৫ জুলাই ২০২০ এর মধ্যেই bornopropat@gmail.com এ। সঙ্গে ছবি পাঠাতে ভুলবেন না। লেখার উপরে লিখবেন বর্ণপ্রপাত বর্ষা সংখ্যা ২০২০। বিস্তারিত জানতে কমেন্ট করুন।

সম্পাদক
বর্ণপ্রপাত

Post a Comment

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post