তরুণদের
সৃজনশীলতা বিকাশে উলিপুর থেকে প্রকাশিত সাহিত্য ও সংস্কৃতি বিকাশে
কিশোরদের ছোট কাগজ ছুটিরপাতা আগস্ট সংখ্যা ২০২০ এখন বাজারে। ছুটিরপাতার সম্পাদক তানভীরুল ইসলাম বর্ণপ্রপাতকে জানান, ছুটিরপাতা কিশোর উপযোগী করে প্রকাশিত হয়। যা শিশু-কিশোরদের প্রতিভা বিকাশে ভূমিকা রাখবে। এ সংখ্যায় থাকছে কিশোর পাঠযোগ্য ছড়া-কবিতা, গল্প, প্রবন্ধ, মুজিব কর্ণার, জানা-অজানা, প্রতিযোগিতা, পাঠকের চিঠিসহ নিয়মিত সব আয়োজন।
প্রতি কপির মূল্য ১৫ টাকা। উলিপুর
উপজেলায় ম্যাগাজিন ডেলিভারির ব্যবস্থা রয়েছে। এছাড়াও ডাক ও কুরিয়ারে নিতে পারবেন।
সংগ্রহ করতে চাইলে যোগাযোগ করুন ০১৭৮০৬১৩৯৩১ অথবা ০১৭১০৩০৮৩০৬ নম্বরে।
হালিচা:
সাহিত্যের খবর