ঘৃণা ।। মুহাম্মদ কামরুল হাসান


ঘৃণাকে আমি ঝরা পালক ভেবেছি বহুকাল
ঝর বাতাসে ভাসে, আবার কখনও কখনও জমিনে এসে
দমকা বাতাসের জোরে বের হয় আকাশ ভ্রমনে।
আমি ঘৃণাকে কখনও সূর্যের মতো চিরস্থায়ী ভাবিনি
ভাবিনি কখনও পৃথিবীর আর দশটা অনন্য সত্যের মতোও।
তবুও পৃথিবীর সব ঘৃণা পুঞ্জিভূত হয়েছে আমার হৃদয়ে।
সব ঘৃণা, জীবন নামক অনিষ্ঠের প্রতি প্রতীয়মান।
ঘৃণাবৃত এই দূর্যোগময় আবহাওয়া জলবায়ুতে এসে থমকে গেলে
এ দেহের রক্ত সেদিন হবে ধুলাবৃত,
রক্তে থাকবে পথচারীর ফেলে যাওয়া পদচিহ্ন।
হে ঈশ্বর, তুমি ঘৃণাকে আমার জন্য হারাম করো।

Post a Comment

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post

আপনিও লেখুন বর্ণপ্রপাতে

ছড়া-কবিতা, গল্প, প্রবন্ধ ( শিল্প, সাহিত্য, সংস্কৃতি, লোকসাহিত্য, সংগীত, চলচ্চিত্র, দর্শন, ইতিহাস-ঐতিহ্য, সমাজ, বিজ্ঞান বিষয়ক আলোচনা ও প্রবন্ধ), উপন্যাস, ভ্রমণকাহিনী, গ্রন্থ ও সাহিত্য পত্রিকার আলোচনা ও সমালোচনা, চিঠি, সাহিত্যের খবর, ফটোগ্রাফি, চিত্রকলা, ভিডিও ইত্যাদি পাঠাতে পারবেন। ইমেইল bornopropat@gmail.com বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। ধন্যবাদ।