ঘৃণাকে আমি ঝরা পালক ভেবেছি বহুকাল
ঝর বাতাসে ভাসে, আবার কখনও কখনও জমিনে এসে
দমকা বাতাসের জোরে বের হয় আকাশ ভ্রমনে।
আমি ঘৃণাকে কখনও সূর্যের মতো চিরস্থায়ী ভাবিনি
ভাবিনি কখনও পৃথিবীর আর দশটা অনন্য সত্যের মতোও।
তবুও পৃথিবীর সব ঘৃণা পুঞ্জিভূত হয়েছে আমার হৃদয়ে।
সব ঘৃণা, জীবন নামক অনিষ্ঠের প্রতি প্রতীয়মান।
ঘৃণাবৃত এই দূর্যোগময় আবহাওয়া জলবায়ুতে এসে থমকে গেলে
এ দেহের রক্ত সেদিন হবে ধুলাবৃত,
রক্তে থাকবে পথচারীর ফেলে যাওয়া পদচিহ্ন।
হে ঈশ্বর, তুমি ঘৃণাকে আমার জন্য হারাম করো।
ঝর বাতাসে ভাসে, আবার কখনও কখনও জমিনে এসে
দমকা বাতাসের জোরে বের হয় আকাশ ভ্রমনে।
আমি ঘৃণাকে কখনও সূর্যের মতো চিরস্থায়ী ভাবিনি
ভাবিনি কখনও পৃথিবীর আর দশটা অনন্য সত্যের মতোও।
তবুও পৃথিবীর সব ঘৃণা পুঞ্জিভূত হয়েছে আমার হৃদয়ে।
সব ঘৃণা, জীবন নামক অনিষ্ঠের প্রতি প্রতীয়মান।
ঘৃণাবৃত এই দূর্যোগময় আবহাওয়া জলবায়ুতে এসে থমকে গেলে
এ দেহের রক্ত সেদিন হবে ধুলাবৃত,
রক্তে থাকবে পথচারীর ফেলে যাওয়া পদচিহ্ন।
হে ঈশ্বর, তুমি ঘৃণাকে আমার জন্য হারাম করো।