তোমাকে ছুঁয়ে যেতে
ইচ্ছেদের যখন খুব বেশী বাড়াবাড়ি
আমার জোটেনা তখন কিছুই।
বসন্তের রক্তিম আভায়
তোমার নির্জনতায় খুঁজি আশ্রয়
তুমি তখন উত্তরী বাতাসে উড়িয়ে দাও।
একটু মানবিক প্রেম ও পরশের কাছে
কতটা তৃষ্ণার্ত হলে কেউ
গড়ে তোলে শুন্যেই ঘর সংসার।
সেই কবে হারিয়েছি ভাষা,
হারিয়েছি কারুকাজ।
মাটির শরীর তবু মাটির কাছেই
পেতে চায় আজন্ম লালিত সাধ।
আকাশ কি রাখে মনে?
অঙ্গন থেকে কখন ঘটে
কোন উল্কাপাত?
ইচ্ছেদের যখন খুব বেশী বাড়াবাড়ি
আমার জোটেনা তখন কিছুই।
বসন্তের রক্তিম আভায়
তোমার নির্জনতায় খুঁজি আশ্রয়
তুমি তখন উত্তরী বাতাসে উড়িয়ে দাও।
একটু মানবিক প্রেম ও পরশের কাছে
কতটা তৃষ্ণার্ত হলে কেউ
গড়ে তোলে শুন্যেই ঘর সংসার।
সেই কবে হারিয়েছি ভাষা,
হারিয়েছি কারুকাজ।
মাটির শরীর তবু মাটির কাছেই
পেতে চায় আজন্ম লালিত সাধ।
আকাশ কি রাখে মনে?
অঙ্গন থেকে কখন ঘটে
কোন উল্কাপাত?