আজ বাদল ঝরা এমন মুখর দিনে
বুকে বাজে হারিয়ে যাওয়া সুর
শিশুকালের সেসব রঙিন স্মৃতি
জড়িয়ে আছে আজও হৃদয়পুর,
চেয়েছি যাকে সারা জীবন ধরে
তখন ছিল একরত্তি এক মেয়ে
সে যে ছিল আপন মনে খুশি
আমি শুধু দেখেছি তাকে চেয়ে,
বোঝেনি সে আমার ভালোবাসা
আমি তবু গেছি ভালোবেসে,
স্বপ্ন ছিল তাকে ঘিরে কত
ছিলাম যেন ভালোবাসার দেশে ৷
এরই মাঝে দিন যে গেছে বয়ে
ছোট্ট মেয়ে ছোটোটি আর নেই
আমার থেকে ক্রমে গেছে সরে
ফেরাতে যে পারিনি কিছুতেই,
বুকের মাঝে কেবল হাহাকার
আজও তাকে আগের মতোই ভাবি
পেলাম না তো তবু তাকে কাছে
মিটলো না তো ভালোবাসার দাবি ৷
সূচিতে ফিরতে ক্লিক করুন
আপনার লেখা ছড়া-কবিতা, গল্প, প্রবন্ধ, ইতিহাস-ঐতিহ্য, রম্যরচনা, ভ্রমণ কাহিনী, উপন্যাস, সাহিত্যিকের জীবনী, সাক্ষাৎকার, সাহিত্যের খবর বর্ণপ্রপাতে প্রকাশ করতে চাইলে ইমেইল করুন bornopropat@gmail.com