নাহিদুল ইসলাম'র কবিতা আমার মরে যেতে ইচ্ছে করে ।। বর্ণপ্রপাত


আমার মরে যেতে ইচ্ছে করে,
ইচ্ছে করে থ্যাতা ইঁদুরের মত রক্তমাখা ঠোঁটে পড়ে থাকি কোন এক নির্জন রাস্তার ধারে,
অথবা বুলেটে বিদ্ধ বুকে চুরমার হয়ে কোন পথে, 
চিৎ হয়ে গেঁথে থাকি, উল্টানো চোখ দুটো যেন মেলে থাকে।

আমার আর বেঁচে থাকতে ইচ্ছে করে না,
জীবন অর্থহীন লাগে।
কোন এক ধারালো ছুরির চোরা কোপে,
ফালি ফালি ছড়িয়ে ছিটিয়ে থাকি এখানে সেখানে।
সিলিঙের সাথে ঝুলে থাকি, লাল রঙ জিভটাও যেন ঝুলে থাকে।

আমার বড় ভয় লাগছে বেঁচে থাকতে,
বেঁচে থেকে পৃথিবীর জীবিত মৃতের সারি দেখে, ভয় লাগে,
চোখের তারায় কালো কাপড়ের গিঁট বেঁধে ফেলে,
হারিয়ে চলেছি কোন না ফেরার পথে।
আমার না থাকা যেন থেকে যায় তোমাদের নিঃশ্বাসে নিঃশ্বাসে।

আমাকে মরে যেতে দাও, 
অসম্ভব মৃত্যুর দিকে যেতে দাও তোমরা আমাকে,
মর্গের খাটিয়ায় শুয়ে থেকে থেকে,
আমার শবের ব্যবচ্ছেদে, কালো কালো থোকা থোকা রক্তের স্রোতের ধারায় মিশে থেকে,
মৃত্যুর দিকে যেতে দাও আজ তোমরা আমাকে।
আমাকে বিদায় দাও তোমাদের শ্লোগানে শ্লোগানে...

Post a Comment

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post

আপনিও লেখুন বর্ণপ্রপাতে

ছড়া-কবিতা, গল্প, প্রবন্ধ ( শিল্প, সাহিত্য, সংস্কৃতি, লোকসাহিত্য, সংগীত, চলচ্চিত্র, দর্শন, ইতিহাস-ঐতিহ্য, সমাজ, বিজ্ঞান বিষয়ক আলোচনা ও প্রবন্ধ), উপন্যাস, ভ্রমণকাহিনী, গ্রন্থ ও সাহিত্য পত্রিকার আলোচনা ও সমালোচনা, চিঠি, সাহিত্যের খবর, ফটোগ্রাফি, চিত্রকলা, ভিডিও ইত্যাদি পাঠাতে পারবেন। ইমেইল bornopropat@gmail.com বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। ধন্যবাদ।