আমার মরে যেতে ইচ্ছে করে,
ইচ্ছে করে থ্যাতা ইঁদুরের মত রক্তমাখা ঠোঁটে পড়ে থাকি কোন এক নির্জন রাস্তার ধারে,
অথবা বুলেটে বিদ্ধ বুকে চুরমার হয়ে কোন পথে,
চিৎ হয়ে গেঁথে থাকি, উল্টানো চোখ দুটো যেন মেলে থাকে।
আমার আর বেঁচে থাকতে ইচ্ছে করে না,
জীবন অর্থহীন লাগে।
কোন এক ধারালো ছুরির চোরা কোপে,
ফালি ফালি ছড়িয়ে ছিটিয়ে থাকি এখানে সেখানে।
সিলিঙের সাথে ঝুলে থাকি, লাল রঙ জিভটাও যেন ঝুলে থাকে।
আমার বড় ভয় লাগছে বেঁচে থাকতে,
বেঁচে থেকে পৃথিবীর জীবিত মৃতের সারি দেখে, ভয় লাগে,
চোখের তারায় কালো কাপড়ের গিঁট বেঁধে ফেলে,
হারিয়ে চলেছি কোন না ফেরার পথে।
আমার না থাকা যেন থেকে যায় তোমাদের নিঃশ্বাসে নিঃশ্বাসে।
আমাকে মরে যেতে দাও,
অসম্ভব মৃত্যুর দিকে যেতে দাও তোমরা আমাকে,
মর্গের খাটিয়ায় শুয়ে থেকে থেকে,
আমার শবের ব্যবচ্ছেদে, কালো কালো থোকা থোকা রক্তের স্রোতের ধারায় মিশে থেকে,
মৃত্যুর দিকে যেতে দাও আজ তোমরা আমাকে।
আমাকে বিদায় দাও তোমাদের শ্লোগানে শ্লোগানে...