ধানের খেতে সোনার চাদর, নরম রোদে ঝলক,
পাখির ডাকে সকাল জাগে, কৃষকের মুখে চকচক।
বাতাস বলে— "ফসল পেয়েছো, পরিশ্রমের ফল",
প্রকৃতি হাসে, মাঠ ভরে যায়, সোনালীতর ঢল।
কুয়াশা নামে সন্ধ্যার বেলা, চাঁদ ওঠে ধীরে,
আকাশ জ্বলে তারার আলোয়, নদী থাকে নীড়ে।
হেমন্ত তুমি মাটির মেয়ে, ফসলেরই রানী,
তোমার ছোঁয়ায় ধরণীতে জাগে জীবনের বাণী।