শিশির ঝরে মিষ্টি সুরে,উদাস হলো এ মন তো
পাকা ধানের খবর নিয়ে,আসলো দেশে হেমন্ত।
ডাকছে পাখি আপন মনে, উড়ে বেড়ায় পতঙ্গ
মিহি বাতাস এই না ক্ষণে ,কাটছে গরম আতঙ্ক!
চাষি বউয়ের মুখে হাসি, সুখের দোলা হৃদয়পুরে
কৃষাণ ভাইয়ার এমন দিনে, ফুর্তি জাগে পরানজুড়ে!
দূরে বাজে বাঁশের বাঁশি, পথিক সকল পথ যে ভোলে
খোকন সোনা চাঁদের কণা, ঘুমিয়ে পড়ে বোনের কোলে।
খেজুর গাছে দিচ্ছে অঢেল, মিষ্টি মধুর রস যে আহা
চিতই পিঠা ভাপা পিঠা খেয়ে বলি মারহাবা!
নবান্নেরই সাড়া পড়ে তোমার আমার পাড়া- গাঁয়ে
উদাস পরান ছন্দগানে চলে সে তো গাছের ছায়ে।
দিনের মেয়াদ কমতে থাকে রাতে নামে শীতটা যে ভাই
লেপের উমে স্বপ্ন ঘোরে কল্পলোকে হাওয়া যে খাই।
এমনি করে মন রাঙিয়ে হেমন্তটা এলো দেশে
ইচ্ছে করে ডানা মেলে আকাশপাড়ে যাই ভেসে!