দখিনের দুয়ার যখন খুলে দেই
তখন চোখে ভাসে তোমার মুখোখানি।
মনে পরে তোমার ভ্রু যুগলের কথা।
মনে পরে নিমগাছের নিচে বসে থেকে দ্যাখা,
তোমার চোখের চাহনি।
যে চাহনিতে কিছু কিছু একটা পেয়েছিল
হার্ট
মনে পরে হাতের উপড় হাত রেখে
কথা দেয়ার মূহুর্ত।
সমান্তরাল ভাবে চার পায়ে হাটার কথাও
আমি ভুলি নি।
ভুলি নি কানের কাছে ফিসফিস করে
বলা কথা গুলো।
তুমি যে ভুলে গেছ
সেটাও মনে আছে।
দারুন।
ReplyDelete