MrJazsohanisharma

বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধাঞ্জলি ।। এস এম আব্রাহাম লিংকন


উনিশ শতো বিশ সাল
ভারত জুড়ি ব্রিটিশকাল
সাদা বাবুর কালা শাসনজারী
আমজনতা গতরখাটি
শরীর হছিল পাটারকাটি
খাবার বিনায় গেছিল কতো মরি।।

ধানের জমিত নীলের চাষ
গরীব চাষীর সর্বনাশ
সেইগলা কথা কাঁইবা যায় ভুলি
নেংটি পিন্দা গান্ধী বাবু
ভারত ভাগে হছিল কাবু
মরিল বাহে তাঁইয়ো খায়া গুলি।
নেতা বনিল জিন্না-জহর
দ্যাশ ভাঙলে সুখের নহর
আরো কত হাজার শত বুলি
ওমার কথায় ভুল বুঝিয়া
গাবুর গাঙে নাও ছাড়িয়া
দিলং বাহে আশার পাল তুলি।।

ওমার কথায় মারা মারি
ভাইয়ে মারলোং ভাইয়োক ধরি
দ্যাশ ভাঙিয়া দিলোং বাহে আইল
হামার পাটা হামার টাকা
লুট করিয়া করিল ফাঁকা
চাইলে কছিল পাইবেন বাহে কাইল।।

চুদুর বুদুর খানের ঘর
ওমারা ছিলো হামার পর
খাইছে চুষি হালাখাকার মতন
গরীব মানুষ গতরখাটি
হছিল বাহে পাটারকাটি
বুকের পুতলি দ্যাখা গেছিল তখন।।

এইগলা দ্যাখি বাপের ব্যাটা
হাটিল কত উচা-হ্যাটা
তাও দমে নাই খোকা মজিবর
চওড়া বুকের লম্বা ছওয়া
দ্যাশ জুড়িয়া নাগাইল হাওয়া
বুকের বিষে পাকিস্তানের খবর।।

জন্ম তাঁমার বিশ সালে
শেখ লুৎফরের বউয়ের কোলে
টুঙ্গি পাড়ায় নাড়ি পোতা তাঁর
সায়রা বানু জন্ম দিলেও
তাঁর দুধেতে মানুষ হইলেও
তাঁই ছওয়া ছিলেন গোটা বাংলার।।

সাত মার্চে দিলেন ডাক
খান সেনারা ভাগি যাক
বজ্রকণ্ঠে দিলেন তাঁই ঘোষণা
সেই ঘোষণায় সগায় জাগিল
এক মিছিলে সগায় সামিল
মিছিলতো নোয়ায় জলস্বাসের ফেনা।।

খান সেনারা গেছিল বুঝি
এত্তি নাই ওমার রুজি
নাগবে ছাড়ি যাওয়া এই দ্যাশ
বুঝবার পায়া ওমরা গুলা
রাস্তা-ঘাট করিল ধুয়া
বাড়ি ঘর পুড়িয়া করিল শ্যাষ।।

আটক হইল শ্যাক মজিবর
চোখের আগোত খুরিল গোর
ভয় পায় নাই তাও টুঙ্গিপাড়ার খোকা
জেলের ভিতরা কবর খুরি
দ্যাখেন বাহে চিন্তা করি
ক্যামন করি দিবার চাইচে ধোকা।।

ভূট্টো মিয়ার কঠিন চাইল
ইয়াহিয়াক বানাইল ডাইল
খানের ঘরে নেতা বনিল তাঁই
তাঁইয়ো দ্যাখাইল কতো ভয়
কত অক্ত করিল ক্ষয়
সেই যাতনা কাঁইয়ো ভোলে নাই।।

তিরিশ লাখের অক্ত নিয়া
আর্মি পুলিশ মিলিশিয়া
চেষ্টা করিল আটকেবারো শ্যাষ
ডিসেম্বরের তারিখ ষোলো
পাকিস্তানের হোঙা গ্যালো
জন্ম নিলে সোনার বাংলাদ্যাশ।।

আপনিও লেখুন বর্ণপ্রপাতে

ছড়া-কবিতা, গল্প, প্রবন্ধ ( শিল্প, সাহিত্য, সংস্কৃতি, লোকসাহিত্য, সংগীত, চলচ্চিত্র, দর্শন, ইতিহাস-ঐতিহ্য, সমাজ, বিজ্ঞান বিষয়ক আলোচনা ও প্রবন্ধ), উপন্যাস, ভ্রমণকাহিনী, গ্রন্থ ও সাহিত্য পত্রিকার আলোচনা ও সমালোচনা, চিঠি, সাহিত্যের খবর, ফটোগ্রাফি, চিত্রকলা, ভিডিও ইত্যাদি পাঠাতে পারবেন। ইমেইল bornopropat@gmail.com বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। ধন্যবাদ।

1 Comments

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post