কখনো কখনো ভাবি
জীবনের পুরো হিসাবটাই ভুল।
আবার ভাবি
জীবনের আদৌ কি কোন হিসাব আছে!
ছিলো কি কোন কালে কারো!
অমিল অংকেই তো জীবন চলে যায়
একদিন যা সত্য ভেবেছি
বয়সের সাথে সাথে
সব কিছু
বড় বেশি ভুল মনে হয়!
সম্মানের নাটকে বড় বেশি অসম্মানে
কতো জীবন কতোভাবে অচিন নদীতে
ভেসে যায়-
তবুও স্রোতের সুরের মতো বলতে হয়-
ভালো আছি।