ঝরঝরে এক সকালবেলায়
গন্ধে আকুল শিউলিতলায়
দুচোখ থামে,শুভ্র খামে,
মুগ্ধতা দেয় চিঠি;
চিঠির সাথে দেয় পাঠিয়ে
মেঘ বাঁধা এক ঝুটি ।
আকাশ তখন বেজায় খুশি।
রঙধনুতে মাখছে হাসি।
একটু পরে লাটাই হাতে
আসবে কিশোরদল!
সেই খুশিতে মাতছে দেখ
কাশফুলেদের দল।
ঘুড়ির সুতোয় কাটবে ঘুড়ি
তুলো মেঘের ছড়াছড়ি।
হালকা হাওয়ায় মুক্তো নাচে
হিমঝুড়ির ওই সবুজ গাছে।
নদীর বুকে আরেক আকাশ
জল ছুঁয়ে যায় মুক্ত বাতাস।
রঙের সাথে রঙ মিলিয়ে
উড়িয়ে দাও পাল,
মাঝির গানের সুরে এবার
উঠবে বেজায় তাল।
ঢাকের আওয়াজ আসছে ভেসে
সন্ধ্যা আলোয় জোনাকি নাচে
পূর্ণিমাকের ধরবে নাকি
শিল্পীর ক্যানভাস;
দেখো কবি তোমার জন্য
আরও একবার আশ্বিন এসেছে আজ।
বর্ণপ্রপাতে লেখা পাঠান bornopropat@gmail.com এ।