আরও একবার আশ্বিন এসেছে ।। নানজিবা আলম বর্ষা


ঝরঝরে এক সকালবেলায়
গন্ধে আকুল শিউলিতলায়
দুচোখ থামে,শুভ্র খামে,
মুগ্ধতা দেয় চিঠি;
চিঠির সাথে দেয় পাঠিয়ে
মেঘ বাঁধা এক ঝুটি ।
আকাশ তখন বেজায় খুশি।
রঙধনুতে মাখছে হাসি।
একটু পরে লাটাই হাতে
 আসবে কিশোরদল!
সেই খুশিতে মাতছে দেখ
কাশফুলেদের দল।
ঘুড়ির সুতোয় কাটবে ঘুড়ি
তুলো মেঘের ছড়াছড়ি।
হালকা হাওয়ায় মুক্তো নাচে
হিমঝুড়ির ওই সবুজ গাছে।
নদীর বুকে আরেক আকাশ
জল ছুঁয়ে যায় মুক্ত বাতাস।
রঙের সাথে রঙ মিলিয়ে
উড়িয়ে দাও পাল,
মাঝির গানের সুরে এবার
 উঠবে বেজায় তাল।
ঢাকের আওয়াজ আসছে ভেসে
সন্ধ্যা আলোয় জোনাকি নাচে
পূর্ণিমাকের ধরবে নাকি
শিল্পীর ক্যানভাস;
দেখো কবি তোমার জন্য
আরও একবার আশ্বিন এসেছে আজ। 

বর্ণপ্রপাতে লেখা পাঠান bornopropat@gmail.com এ।

Post a Comment

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post

আপনিও লেখুন বর্ণপ্রপাতে

ছড়া-কবিতা, গল্প, প্রবন্ধ ( শিল্প, সাহিত্য, সংস্কৃতি, লোকসাহিত্য, সংগীত, চলচ্চিত্র, দর্শন, ইতিহাস-ঐতিহ্য, সমাজ, বিজ্ঞান বিষয়ক আলোচনা ও প্রবন্ধ), উপন্যাস, ভ্রমণকাহিনী, গ্রন্থ ও সাহিত্য পত্রিকার আলোচনা ও সমালোচনা, চিঠি, সাহিত্যের খবর, ফটোগ্রাফি, চিত্রকলা, ভিডিও ইত্যাদি পাঠাতে পারবেন। ইমেইল bornopropat@gmail.com বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। ধন্যবাদ।