পিরিতির টান ।। ধরিত্রী রায়



তোর পিরিতির টানত উজানী সোতোত গাও ভাসেয়া
দেখিলুং কত নয়া স্বপন, আতিক আতি না কলুং দিনক দিন না কলুং...
ভরসা করিয়া মন যুগিয়া কলুং মনের কোথা,,
মানষি কয়, ওইটায় বলে পিরিতির পহিলা টান।
শুরু হইলেক ভালোবাসার সুতা দিয়া স্বপনের জ্বালগাতা,,
তুইও তো কোথা দিসিলু যতন করি গাথিম মালা বান্দিম সুখের ঘর।
মনের ভিতিরাত পিরিতির বাতি জ্বলে থুইয়া পাও ফেলালি দোনোজনে.....
কিসোত যে কি হইসে আজি,,,
বাও নাই বাতাস নাই তাও ক্যানেবা আজি মনের ঘরত ন্যাম্পকেনা ট্যাপং ট্যাপং জ্বলে,,
ঠিক যেমন ত্যাল ফুড়াইলে নইলচা জ্বলে ...
ঘাটার ভিত্তি বাচ্চে আছং জানং না কুন দোষতে মুই দুষী
মনের খটুকান শুকিয়া ঢনঢনিয়া নাগেছে,
ধৌলি খুটার নাকান করি ধরেছে বিশ্বাসের পোরোত ঘুন ।

ধরিত্রী রায়
গ্ৰাম+পো - খগেন হাট, আলিপুরদুয়ার

Post a Comment

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post

আপনিও লেখুন বর্ণপ্রপাতে

ছড়া-কবিতা, গল্প, প্রবন্ধ ( শিল্প, সাহিত্য, সংস্কৃতি, লোকসাহিত্য, সংগীত, চলচ্চিত্র, দর্শন, ইতিহাস-ঐতিহ্য, সমাজ, বিজ্ঞান বিষয়ক আলোচনা ও প্রবন্ধ), উপন্যাস, ভ্রমণকাহিনী, গ্রন্থ ও সাহিত্য পত্রিকার আলোচনা ও সমালোচনা, চিঠি, সাহিত্যের খবর, ফটোগ্রাফি, চিত্রকলা, ভিডিও ইত্যাদি পাঠাতে পারবেন। ইমেইল bornopropat@gmail.com বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। ধন্যবাদ।