ফিরে দেখা ।। মো: হেলাল মিয়া


আজ মনে হচ্ছে কত শত জনমের পরে আমাদের দেখা হলো,
তা কেমন আছো জানতে চাইব না? 
তা আর নতুন করে বলার প্রয়োজন বোধ করি না।
তুমি চলে যাওয়ার পরে নিকষ কালো রাত গুলো ছিল খুবই বিভীষিকাময়,
হঠাৎ যখন  মাঝ রাতে ঘুম ভেঙ্গে যায়, তখন মনে পড়ে প্রিয় তোমায়।
কিন্তু কী করব বল,পুরনো জিনিস আর পুরনো মানুষের প্রতি যে টান থাকে তা কখনো ভুলবার নয়,
কারণ, তোমার সাথে কাটানো সুমধুর স্মৃতি গুলো আজও নাড়া দেয় আমায়।


সেই তুুমি চলে যাওয়ার পরে কত নব প্রভাতের সূর্য উদয় দেখা হয় না,
ভোর বেলা পাখির ডাকে আর ঘুমও ভাঙ্গে না,
সঠিক সময়ে কাজ গুলো আর করতে পারি না,
বারবার এই হৃদয় ত্বত্ত্বে ভেসে ওঠে তোমার মলিন মুখচ্ছবি,
কিন্তু তা আঁকড়ে ধরে রাখতে পারি না।


কতকাল দেখা হয়না ওই গোধূলি আকাশে লাল আভা নিয়ে অস্তমান সূর্য,
দেখা হয় না আর তোমার সাথে সন্ধ্যা তারাদের,
তুমি চলে যাওয়ায় সে গুলো বিদায় নিয়েছে আপন মনে।


শুনেছি তোমার স্বামী শহরের নামকরা ব্যবসায়ী,
আর আমি এই সামান্য একজন চাকরিজীবী।
বেতন যা পাই তা দিয়ে কোনমতে দিন চলে যায়,
কিন্তু বিলাসিতা করা যায় না।
চাইলেই তোমার মতো জীবন যাপন করতে পারব না।
জীবনের প্রতিটি মুহূর্তে কত পাওয়া না পাওয়ার অঙ্ক কষা হচ্ছে,
কিন্তু হিসেব গুলো আর পূর্ণতা পায় না।


তোমার আধুনিক জীবন যাপন তোমার সৌন্দর্যের সাথে মানিয়েছে বটে,
কিন্তু আদৌ তা কতটুকু সুখকর তা জানিনা,
তোমাকে এখনও কতটা ভালোবাসি তাও বুঝতে পারবে না।


সে যাই হউক, 
দীর্ঘদিন পরেও তোমাকে বেশ দারুণ লাগছে।
কিন্তু তোমার লাবণ্যতাও একটু সঙ্কুচিত হয়েছে। 
যেখানে তুমি জন্মগত ভাবে চির সৌন্দর্যের অধিকারী,
সেখানে তোমাকে এই ভারি মেকাপে বিদেশিনী লাগছে।
তোমার সুন্দর দাঁত গুলোর সাথে ঠোঁটের লিপস্টিকে তোমাকে বেশ বেমানানও লাগছে।
কাজল কালো চোখ আর হাসিমাখা ঠোঁট গুলোও আজ রুক্ষ লাগছে।
মুখে কৃত্রিম হাসি তোমার বেদনা লুকানোর অপচেষ্টা চালাচ্ছে। 


ভারি গহনা, দামি গাড়ি, চোখে সানগ্লাস—
এতে আসলে তোমার বিলাসি জীবনের প্রতিচ্ছবি ফুটে উঠলেও
না পাওয়ার বেদনায় তোমারও হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে,
আজ আকাশ ভেঙে পড়ছে কিন্তু ফেরার পথ এবং সাধ্য কোনটিই আজ আমাদের নেই।



শিক্ষার্থী, 
সম্মান দ্বিতীয় বর্ষ,
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়,রংপুর।  

Post a Comment

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post

আপনিও লেখুন বর্ণপ্রপাতে

ছড়া-কবিতা, গল্প, প্রবন্ধ ( শিল্প, সাহিত্য, সংস্কৃতি, লোকসাহিত্য, সংগীত, চলচ্চিত্র, দর্শন, ইতিহাস-ঐতিহ্য, সমাজ, বিজ্ঞান বিষয়ক আলোচনা ও প্রবন্ধ), উপন্যাস, ভ্রমণকাহিনী, গ্রন্থ ও সাহিত্য পত্রিকার আলোচনা ও সমালোচনা, চিঠি, সাহিত্যের খবর, ফটোগ্রাফি, চিত্রকলা, ভিডিও ইত্যাদি পাঠাতে পারবেন। ইমেইল bornopropat@gmail.com বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। ধন্যবাদ।