তোমার শুভ্রতার রং মিশে গেছে আকাশে,
তুমি এসে দাঁড়ালে, আমার পাশে।
তোমার চোখে যেন স্রোতস্বিনী নদীর টান,
যেথায় ডুবে যায় অজস্র সব ব্যর্থ প্রেমিকের গান৷
তুমি কি জানো, ব্যর্থ গানের সুরের মাঝে
ছন্দের অমিল সুর বাজে অন্তরায় থেমে থেমে।
তোমার হাসিতে নিত্য ফোটে চিরচেনা সেই বসন্ত,
কল্পনার সেই অপ্সরা ধরা দেয় যেন সত্য।
তোমার আবয়বে জোছনা মিশে আছে,
হাসিগুলো অমাবস্যার আঁধারে আলো জ্বেলে।
পৃথিবীর যত গল্প আছে প্রেমের,
সব যেন লুকিয়ে আছে
তোমার চোখের ভাঁজে,
আমি এক মগ্ন পাঠক
পড়ে চলেছি অশেষ মহাকাব্য
তোমার চোখপানে চেয়ে৷
আমি মগ্নতা ভুলতে চাই
ফিরতে চাই বাস্তবতায়,
যদি তুমি ইশারায়
ডাক দাও আমায়৷
তোমার ইশারায় সফল হবে
ব্যর্থ সকল গান,
ছন্দে ফিরবে অমিল সুর
সব অন্তরার প্রাণ৷