কি দিয়ে শুদ্ধ করবে নিজেকে
কোন জল ছিটাবে দেহে?
মন পর্যন্ত জল পৌছালে তবেই,
সুখ আসবে ধেয়ে।
বিভেদের রেখা এঁকেছো যেথায়
সত্যিই কি আলদা সবে!
মনুষত্ব যে হারিয়ে ফেলেছো
নিজের কি নাম এবার দিবে?
এত হানাহানি,খুন খারাপি
কিসের তরে সৃষ্টি?
আলাদা আলাদা মনগড়া বিভেদ
আলদা করেছে দৃষ্টি।
পাড়া প্রতিবেশী, আত্নীয় স্বজন
কারও নেই কোন আর প্রয়োজন
নিজ পৃথিবী নিজেই গড়েছো
নিজ তরে সব আয়োজন।
সুখের পৃথিবী হারিয়েছে কোথায়
সন্ধান মিলবে কোথায় কে জানে
সকল মানুষ এক হলে তবে
পৃথিবী ফিরবে নতুন গানে।