প্রিয় বাংলা পাণ্ডুলিপি পুরস্কার ২০২০ পেলেন কবি এনাম রাজু


প্রিয় বাংলা পাণ্ডুলিপি পুরস্কার ২০২০ পেয়েছেন কবি এনাম রাজু। ‘বিকিনি পরা অমাবশ্যা’ কবিতার পাণ্ডুলিপির জন্য তিনি এই পুরস্কার পেলেন। বুধবার এক বিজ্ঞপ্তিতে প্রিয় বাংলার সত্ত্বাধিকারী এস এম জসিম ভূঁইয়া এ তথ্য জানান।

এনাম রাজুর কবিতায় আলো ও কালোর প্রতিচ্ছবি, দেশ ও মাটির ভবিষ্যৎ, দ্রোহ, প্রেম-ভালোবাসার একাল-সেকাল নিয়ে আয়োজকদের দৃষ্টি কেড়েছে।

এছাড়াও রোদের মেয়ে ফুলপরি ছড়ার জন্য আখতারুল ইসলাম, সমাপ্তির শুরু গল্পের জন্য ফজলে রাব্বী দ্বীন, মন-মায়া উপন্যাসের জন্য সালাহউদ্দিন খান, কবিতার জানালা প্রবন্ধের জন্য রাকিবুল রকি পুরস্কার লাভ করেন।

প্রত্যেক বিজয়ী পাবেন ৫ হাজার টাকা করে সম্মানি, ক্রেস্ট, সনদ এবং লেখক কপি বাবদ প্রকাশিত বই।

জসিম ভূঁইয়া বলেন, ‘এবারও প্রিয় বাংলা প্রকাশন পাণ্ডুলিপি প্রতিযোগিতার আয়োজন করে। এপ্রিলের প্রথম থেকে পাণ্ডুলিপি সংগ্রহের কাজ শুরু হয়। ৩১ আগস্ট পর্যন্ত ৫ মাসে ১০২৩টি পাণ্ডুলিপি জমা পড়ে। এরপর যাচাই-বাছাই শেষে পাঁচ ক্যাটাগরিতে পাঁচ জন বিজয়ীর নাম ঘোষণা করা হয়।’

Post a Comment

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post