পাতানফুড়ি ।। বিপুল রায়

পাতানফুড়ি পাতানফুড়ি- ফুরফুর করি উড়িস
গোছা-বাতির আলো দেখি চৌরোপাখে ঘুরিস।
বুঝিস না তুই উড়ি বেরালে কি হবে তোর দশা
তোর কারণে আকার পারের ঘন্নির মন গোঁসা।
পখিক দেখি তোরো মনত জাগিল নাকি আশা
নীলাকাশোত উড়ি উড়ি বান্ধিবু গছোত ভাসা।
তারে বাদে বিধিরটে তুই পাখা আব্দার করিস
পাখা না পায়া বোলে তুই মাথা আছেরে মরিস !
ভালে ছিলিস মাটির ভিতর, যেইনা পালু পাখা
মনের আনন্দে করিলু নিজে যমের ঘাটা ফাঁকা।
মুরগীয়ে খায় ঠকে ঠকে, পখির মুখোত পড়িস
নিজের দোষে অগুনোত তুই ছোবা যায়া মরিস।

তারিখ: ২৪.০৩.২০১৯

Post a Comment

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post

আপনিও লেখুন বর্ণপ্রপাতে

ছড়া-কবিতা, গল্প, প্রবন্ধ ( শিল্প, সাহিত্য, সংস্কৃতি, লোকসাহিত্য, সংগীত, চলচ্চিত্র, দর্শন, ইতিহাস-ঐতিহ্য, সমাজ, বিজ্ঞান বিষয়ক আলোচনা ও প্রবন্ধ), উপন্যাস, ভ্রমণকাহিনী, গ্রন্থ ও সাহিত্য পত্রিকার আলোচনা ও সমালোচনা, চিঠি, সাহিত্যের খবর, ফটোগ্রাফি, চিত্রকলা, ভিডিও ইত্যাদি পাঠাতে পারবেন। ইমেইল bornopropat@gmail.com বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। ধন্যবাদ।