পাতানফুড়ি পাতানফুড়ি- ফুরফুর করি উড়িস
গোছা-বাতির আলো দেখি চৌরোপাখে ঘুরিস।
বুঝিস না তুই উড়ি বেরালে কি হবে তোর দশা
তোর কারণে আকার পারের ঘন্নির মন গোঁসা।
পখিক দেখি তোরো মনত জাগিল নাকি আশা
নীলাকাশোত উড়ি উড়ি বান্ধিবু গছোত ভাসা।
তারে বাদে বিধিরটে তুই পাখা আব্দার করিস
পাখা না পায়া বোলে তুই মাথা আছেরে মরিস !
ভালে ছিলিস মাটির ভিতর, যেইনা পালু পাখা
মনের আনন্দে করিলু নিজে যমের ঘাটা ফাঁকা।
মুরগীয়ে খায় ঠকে ঠকে, পখির মুখোত পড়িস
নিজের দোষে অগুনোত তুই ছোবা যায়া মরিস।
তারিখ: ২৪.০৩.২০১৯