অবশেষে এক
আমরা হাঁটবো অমাবশ্যার রাতে
নিশিতে শশী থাকবে না সাক্ষী
ঘুম জড়ানো কন্ঠে শোনা যাবে না
কোনো ক্ষীণ আওয়াজ!কোনো পক্ষী।
প্রেতাত্মাকে জাগনো করে হাঁটবো আমরা
ফুলের পথ কণ্টক দিয়ে বিছাবো
পূর্বে গড়া ভালোবাসার মাইলফলক
সকল কিছুকে কালের গর্ভে হারাবো।
তোমার আমার সুখস্বপ্ন ঝেড়ে
হাঁটবো এক অনিশ্চয়তায়
প্রকৃতি থাকবে নিশ্চুপ
বিদায় জানাবে অদ্ভুত নীরবতায়।
করবো এক নজির স্থাপন
করবো এক দুঃস্বপ্নের বুনন
জীবিত তো মিলবো না
তাই করবো মিলিত আত্মহনন।
হাত ধরে অন্ধকারে
হাঁটতে থাকবো,
অমাবশ্যায় আবার দেখা
এইবার আমরা মিলবো।
১৫|০৯|২০২০
শূন্যতার এক শহর
বিলুপ্ততা আজ প্রকট এই শহরে
সংরক্ষণশীলতা,সে আইন চালু করতে করতে
কালো মেঘে ঢাকা এই শহরে রাত নেমে আসে।
ল্যাম্প পোস্টের হলুদ আলো
আইনবিহীন হয়েছে কালো।
জেব্রা ক্রসিং এর সাদা দিকনির্দেশনা
পথচারীর অভাবে আজ বিলীন।
ফ্লাইওভারের উপরে আজ আর
কোনো তুমুল,নবীন যুগলও হাঁটে না।
সাজানো,সুদৃশ্য লেকের ধারে
আজ আর ভুলেও কেউ আসে না।
আজ আর কেউ টিপের দোকানে
লাল টিপের বায়না নিয়ে যায় না।
কারণ এই শহর জেনে গেছে
তার ব্যস্ততা আজ হেরে গেছে
এই শহর জেনে গেছে
"তুমি" নামক শব্দটি নেই বেঁচে।
৩০|১০|২০২০