স্বপন ।। বিপুল রায়


আং ফাং স্বপনগিলা--
থাউকায় ভাসা বান্দিসে
              মনের ভিতিরা,
মাখড়ার জালের মতন...

আতির নিন ভাঙি যায়
              চিন্তায় চিন্তায়!

দড়ি ছাড়া গোরু য্যামন
উল্লাই মাথা হয়;
স্বপনগিলাও ঠিক ত্যামনে
               উল্লাই মাথা!

আজি আছি কালি নাই
দুই দিনের জীবন--
               কায় না জানে,
অথচ আং ফাং স্বপনগিলা
          উল্টাপাখে টানে!

মাথা চাড়ে বাঁচি থাকা--
খুব সহজ, খুবেই সোজা
না থাকিলে মাথার উপর
আং ফাং স্বপনের বোঝা।

তারিখ: ০৫.১১.২০২০

Post a Comment

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post

আপনিও লেখুন বর্ণপ্রপাতে

ছড়া-কবিতা, গল্প, প্রবন্ধ ( শিল্প, সাহিত্য, সংস্কৃতি, লোকসাহিত্য, সংগীত, চলচ্চিত্র, দর্শন, ইতিহাস-ঐতিহ্য, সমাজ, বিজ্ঞান বিষয়ক আলোচনা ও প্রবন্ধ), উপন্যাস, ভ্রমণকাহিনী, গ্রন্থ ও সাহিত্য পত্রিকার আলোচনা ও সমালোচনা, চিঠি, সাহিত্যের খবর, ফটোগ্রাফি, চিত্রকলা, ভিডিও ইত্যাদি পাঠাতে পারবেন। ইমেইল bornopropat@gmail.com বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। ধন্যবাদ।