স্বপন ।। বিপুল রায়


আং ফাং স্বপনগিলা--
থাউকায় ভাসা বান্দিসে
              মনের ভিতিরা,
মাখড়ার জালের মতন...

আতির নিন ভাঙি যায়
              চিন্তায় চিন্তায়!

দড়ি ছাড়া গোরু য্যামন
উল্লাই মাথা হয়;
স্বপনগিলাও ঠিক ত্যামনে
               উল্লাই মাথা!

আজি আছি কালি নাই
দুই দিনের জীবন--
               কায় না জানে,
অথচ আং ফাং স্বপনগিলা
          উল্টাপাখে টানে!

মাথা চাড়ে বাঁচি থাকা--
খুব সহজ, খুবেই সোজা
না থাকিলে মাথার উপর
আং ফাং স্বপনের বোঝা।

তারিখ: ০৫.১১.২০২০

Post a Comment

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post