কুয়াশায় ঢাকা আমার শহর,
মিষ্টি রোদের প্রতিক্ষায়,
শরীর খানি চাদরে মোড়া,
ঠান্ডা হাওয়া লাগছে গায়।
কাঁপছে গা থরথর,
পিঠাপুলি ঘরে ঘরে,
প্রকৃতির রূপ চমকে দেয়,
অতিথি পাখির আগমনে।
টুইটুম্বর রসের হাঁড়ি,
সরিষা ফুলের মিষ্টি গন্ধ,
ঘাসগুলো সব শিশিরে ভেজা,
দেখতে তো লাগেনা মন্দ।
জানি শীত কিছু মানুষের কষ্ট
অনেকে হয়ত দিয়ে দেয় প্রাণ
সকলের পাশে দাড়ালেই তবে
মুছে যাবে সকল ম্লান।