পথ চেয়ে আছি ।। অন্তর চন্দ্র



দেখেছি তোমায় সদূর প্রান্তরে;
সেই আম্রবৃক্ষের তলে,
যেন ছায়া হয়ে দাঁড়িয়েছিলে তুমি।

তোমার রূপে মুগ্ধ হলাম আমি,
মরীচিকার ন্যায় পারিনা ধরতে
তবুও দেখি বারবার।

তোমার সাথে চোখাচোখি হতেই
তুমি লজ্জা পেয়ে একটু আড়াল হয়ে;
দূর থেকে দেখ দিবাকরের মতো।

আমি দেখেছি শশী,
দেখেছি তোমার মুখ
সব থেকে সুন্দর তুমি।

 তোমার জন্য গেতেছি মালা আমার হৃদে
খুলেছি দ্বার, পথ চেয়ে আছি ওগো প্রিয়তমা
দেখা দাও, কথা কও, মন যে মানে না।

1 Comments

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post