একুশ দিয়ে লিখছি এখন
একুশ ভীষণ 'বর্ণ'ময়
মাতৃভাষা উচ্চারণে
জীবন আমার ধন্য হয়,
একুশ আনে প্রাণের পরশ
ভাটিয়ালি, নদীর কূল
একুশ মানে খুশির নাচন
মাথা দোলায় শাপলা ফুল,
একুশ যেন আপন হাতে
প্রলেপ লাগায় সব ক্ষতের
একুশ বড়ো স্বপ্নে গড়া
সালাম রফিক বরকতের,
শহীদ মিনার বিজয় নিশান
অগ্রগামী বুক ফুলে
প্রাণের কথায় সুর মেলাবো
সকল ব্যথা শোক ভুলে,
একুশ নিয়ে বেঁচে থাকি
একুশ সদা দৃশ্যময়
এপার বাংলা ওপার বাংলা
একুশ সারা বিশ্বময় ৷