নদীর মতো জীবন চেয়ে
পেয়ে গেলাম নারী,
জলের ঢেউয়ে তৃপ্তি খোঁজে
ফেরত এলাম বাড়ি!
আপন ঘরেই পর হয়ে রোজ
উদলা' প্রেমেই মজি,
কাঁপন তোলা আবেগ যা সব
নারীর কাছেই ভজি!
দিনলিপি সব থমকে আছে
বর্ষা জলজ সুখে,
নদী নারীর রূপের আশেক
আমায় কে আর রুখে?
#
সফিউল্লাহ আনসারী
কবি-ছড়াকার