বঙ্গের অঙ্গে ফেব্রুয়ারি ।। মো. তৌহিদ বিন সুলতান




আজ একুশে ফেব্রুয়ারি
শত শত ফুল শ্রদ্ধায় তারি;
সৌরভে- সৌন্দর্যে- কলিতে রঙ্গে
ফুটেছে, মাঠেঘাটে তেপান্তরে বঙ্গে।

শহীদদের রক্ত ফোটা ফুল,
শিহরিত বাতাসে দুল দুল।
শত পাখির কণ্ঠে গান,
বিরহানন্দের সদা তান।

আজ একুশে ফেব্রুয়ারি,
ঐ দিনে পড়ন্ত অশ্রু-বারি--
অ আ বোলের সুললিত কারিগর,
বাংলার কলতানে মুখর সব ঘর।

এখানে ঘুঘুর ডাকে, শিয়ালের হাঁকে,
এখানে লাঙলের বাঁকে,বাতাসের ফাকে,
এখানে কচি লাউয়ের ডগায়, সবুজ ঘাসে
এখানে চরের বুকে, নৌকার পালে ভাসে;
এখানে যত শব্দ, যত ধ্বনি, যত উচ্চারণ,
অ আ কে দেয় কর, করে হৃদয় হরন।

ব্যাপারী বাজার, চিলমারী, কুড়িগ্রাম।





Post a Comment

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post