দমকা হাওয়া৷।। শ্রাবন্তী দেব স্মৃতি

 

চারপাশটায় কোন হাওয়া  বইছে? দমকা হাওয়া! না তো এ তো মৃদ্যু হাওয়া। মন ভালোর হওয়া সত্ত্বেও তা আমার গায়ে এভাবে বিঁধছে কেনো! যেন জ্বর শরীরে ঠান্ডা জল গায়ে পড়ছে। চারপাশে এত আলো, এত মানুষ তারপরও  নিজেকে অস্তিত্বহীন অদৃশ্য লাগছে... গলা কাপছে...   বুক ফেটে যাচ্ছে... কিন্তু আওয়াজ। সে কেনো বের হয়ে কষ্ট কমাচ্ছে না আমার চোখের অনবরত জলগুলোও হটাৎ অস্তিত্বহীন কেনো তা কাউকে কষ্ট বোঝাতে আজ ব্যর্থ।নিজের মধ্যে নিজেকে যে হারিয়ে ফেলছি, টেনে তোলার কেউ নেই পাশে, চারপাশটা শূন্য না হয়েও আমার জন্য  আজ শূন্য...। 
হাওমাও করে কাঁদার চেষ্টা করছি।কষ্ট লাঘবের চেষ্টা ভয়াবহ ভাবে করেও আজ ব্যর্থ জীবনের বেঁচে থাকার অবলম্বন  খুঁজছি।নিজেকে কষ্ট দিয়েও অনিচ্ছাকৃত বেঁচে থাকা স্মৃতিগুলো  হঠাৎ কেনো আজ চোখের সামনে ভাাসছে। স্মৃতিগুলো যে মন ভারী করে তুলছে  মন  টা যে হাহাকার করছে।
 পেয়ে হারিয়ে ফেলার  কষ্টের সাথে যুদ্ধ করতে করতে জীবনকে শেষ করতে চাইলেও অনিচ্ছা নিয়েই সেই জীবনকেই বরণ করতে হলো। আজ বুঝি  যা ভাবি তা তো জীবন নয় ; যা ঘটে তার সাথে মানিয়ে নিয়ে চলাই জীবন...।
নিজের সাথে নিজের ভয়াবহ লড়াই করে টিকে থাকাই তো জীবন। অশান্তিতে শান্তি খোঁজাই তো জীবনের লক্ষ্য। যদিও এই লক্ষ্য অর্জনে আমি ব্যর্থ।
পেয়ে হারিয়ে ফেলার কষ্টেই নিজেকে বন্দি করে দিয়ে জীবনকে অশান্তি করে তুলে আর বাঁচতে চাইনি। মৃত্যুকামনাই তখন জীবনের প্রথম চাওয়ার তালিকায় থাকতো। হঠাৎ এ জীবনে নিজের অজান্তেই  ভাগ্যের চাকা বদলে গেলো। হারিয়ে ফেলা সব  ফিরে পেলাম হাতের নাগালে। চারপাশটা আলোয় ঝলমল করে উঠলো। এই একই রকম হাওয়া গায়ে কাঁটার মতো আর বিধলো না। সেই হাওয়াতে নিজের মানুষদের নিয়ে  হাওয়ায় গা ভাসালাম, নিজের ভেতরে নিজেকে আর তলিয়ে যেতে তারা আর দিচ্ছে না। কান্না গুলোও আনন্দ নিয়ে ঝড়তে লাগলো। বুকের ভেতরটা অজান্তেই খুশির বার্তা দিচ্ছে।
জীবনকে তখন ভালোবাসতে শুরু করলাম। খুব বাঁচতে ইচ্ছে করলো। কিন্তু সময় যে শেষ পথে তা জানা ছিলে না। ফিরে পাওয়া একদল বন্ধুবান্ধব জীবনে প্রিয় হয়ে উঠলো..দল বেধে বেরিয়ে পড়েছি নীল জলে ভাসতে। তনুর সাথে সমুদ্র স্নানে যাবো এমন সময়  বমি। পুরো ঘর বমিতে ছড়িয়ে গেলো। তনু "হায় খোদা, রক্ত " বলে চিল্লিয়ে উঠলো। রক্তের কথা কানে যেতেই জ্ঞান হারালাম। চোখ খুলতে দেখি  সমুদ্রের ঢেউ এ ভাসার বদলে মৃত্যুর ঢেউয়ে ভাসার দলে নাম লেখাতে   হাসপাতালের এক কোণায় আমি। অনেকের  কাঁদো কাঁদো গলা কানে আসছে। পরিচিত হলেও গলার স্বর ধরতে পারছি না। ব্যাথাও কমে যাচ্ছে। দেহ নিশ্চল হয়ে যাচ্ছে। হাজারো স্মৃতি চোখে ভাসছে। দমকা হাওয়া চারিপাশে। চোখ খুলার চেষ্টা করছি। না! পারছি না। অন্ধকার তবুও নানাজন আমার স্মৃতি জুড়ে। তারা সবাই তো আমারই স্মৃতি তাও আমি তাদের পারছি না চিনতে। দমকা হাওয়া যে বেড়েই চলেছে কিন্তু আমি যে এখন বাঁচতে চাই। তোদের দেখতে চাই। না এখনো পারছি না। চোখ খুলতে পারছি না। অন্ধকার..বড় অন্ধকার। হাওয়া বইছে...............
দমকা এক অজানা হাওয়া।
এবার বোধহয় আর সমুদ্রের ঢেউয়ে ভাসবো না..সমুদের নীল জলে ও ভাসবো না। রাগ করিস না তোরা। কীভাবে ভাসবো বল এই হাওয়াই যে আমাকে ভাসিয়ে নিয়ে যাচ্ছে! ভালো থাকিস ফিরে পাওয়া  জীবনের বেঁচে থাকার অবলম্বন গুলো। তোরাই যে আমার প্রিয়।


Dedicated :  জীবনে যারা এসেও হারিয়ে গেছো

Post a Comment

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post

আপনিও লেখুন বর্ণপ্রপাতে

ছড়া-কবিতা, গল্প, প্রবন্ধ ( শিল্প, সাহিত্য, সংস্কৃতি, লোকসাহিত্য, সংগীত, চলচ্চিত্র, দর্শন, ইতিহাস-ঐতিহ্য, সমাজ, বিজ্ঞান বিষয়ক আলোচনা ও প্রবন্ধ), উপন্যাস, ভ্রমণকাহিনী, গ্রন্থ ও সাহিত্য পত্রিকার আলোচনা ও সমালোচনা, চিঠি, সাহিত্যের খবর, ফটোগ্রাফি, চিত্রকলা, ভিডিও ইত্যাদি পাঠাতে পারবেন। ইমেইল bornopropat@gmail.com বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। ধন্যবাদ।